হোম > খেলা > ফুটবল

রোনালদোকে ‘বিশেষ কেক’ উপহার দিল আল-নাসর 

ক্রিস্টিয়ানো রোনালদো যে কত রেকর্ড গড়েছেন, তা হয়তো তিনি গুনেও শেষ করতে পারবেন না। মাঠে খেলতে নামলেই তিনি রেকর্ড গড়েন। কদিন আগে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন রোনালদো। পর্তুগিজ এই তারকা ফুটবলারকে তাই ‘বিশেষ কেক’ উপহার দিয়েছে আল-নাসর।

রোনালদোকে উপহার দেওয়া কেকের ছবি গতকাল আল-নাসর তাদের টুইটারে পোস্ট করেছে। পর্তুগালের জার্সিতে রোনালদোর বিভিন্ন উদ্‌যাপনের ছবি দিয়ে কেক বানিয়েছে আল-নাসর। সৌদি ক্লাব ক্যাপশন দিয়েছে, ‘ইতিহাস আমরা উদ্‌যাপন করছি’। ক্যাপশনে ছাগল ও ভালোবাসার ইমোজি দেওয়া ছিল। 

লিখটেনস্টাইনের বিপক্ষে ২৩ মার্চ ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলেছিল পর্তুগাল। পর্তুগালের জার্সিতে তা ছিল রোনালদোর ১৯৭তম ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে পর্তুগিজ তারকা ফুটবলার পেছনে ফেলেন বাদের আল-মুতাওয়াকে। কুয়েতের এই সেন্টার ফরোয়ার্ড আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ১৯৬ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রোনালদো অবশ্য গড়েছেন অনেক আগেই। পর্তুগালের জার্সিতে ১৯৮ ম্যাচে করেছেন ১২৩ গোল।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ