হোম > খেলা > ফুটবল

ম্যানইউর জয়ের রাতে ৮০০ গোলের চূড়ায় রোনালদো 

বয়স বাড়ার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলক্ষুধা যেন সমানুপাতিক হারে বেড়ে চলেছে। গতরাতে ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে নিজেকে আরেকবার অনন্য উচ্চতায় নিয়ে গেলেন পর্তুগিজ ফরোয়ার্ড। পেশাদার ক্যারিয়ারে এবার ছুঁয়ে ফেললেন ৮০০ গোলের মাইলফলক।

প্রতিক্ষণে রং বদলানো ম্যাচে  শুরুতে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৩ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন স্মিথ রো। ইউনাইটেডের হয়ে শততম  ম্যাচ খেলতে নামা ব্রুনো ফার্নান্দেজ প্রথমার্ধের শেষ দিকে  দলকে সমতায় ফেরান। এরপর ৫২ মিনিটে আর্সেনালের জালে বল জড়িয়ে নতুন এক ইতিহাস লিখেন রোনালদো।

ডি বক্সের মধ্যে  মার্কাস রাশফোর্ডের  বাড়ানো বলে  কোনাকুনি শটে ঠিকানা গোল করেন সিআর সেভেন। এই গোলের ৮০০ গোলের চূড়ায় ওঠেন রোনালদো। তবে এই লিড অবশ্য দুই মিনিটের বেশি ধরে রাখতে পারেনি ম্যানইউ। গোল করে  আর্সেনালকে ম্যাচে ফেরান  মার্টিন ওডেগার্ড।

পরে এই ওডেগার্ডের ভুলেরই মাশুল দিতে হয় আর্সেনালকে। ম্যাচের ৭২ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফ্রেডকে ফাউল করেন ২২ বছর বয়সী এই নরওয়েজিয়ান। পেনাল্টি পায় ম্যানইউ। স্পট কিক থেকে গোল করে রেড ডেভিলদের জয় নিশ্চিত করেন রোনালদো।

ম্যাচে দ্বিতীয় গোল করে ৮০০ গোলের মাইলফলকও পেরিয়ে যান রোনালদো। ক্যারিয়ার গোলের হিসেবে  আগেই সবাইকে পেছনে ফেলা সময়ের অন্যতম সেরা এই মহাতারকা দিন দিন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে।

নতুন এই কীর্তি গড়ার পথে পর্তুগাল জাতীয় দলের হয়ে ১১৫ গোল করেছেন রোনালদো। আর  ক্লাব ফুটবলে স্পোর্টিং লিসবনের হয়ে ৫, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩০, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ ও জুভেন্টাসের হয়ে করেছেন ১০১ গোল।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার