হোম > খেলা > ফুটবল

ম্যানইউর জয়ের রাতে ৮০০ গোলের চূড়ায় রোনালদো 

বয়স বাড়ার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলক্ষুধা যেন সমানুপাতিক হারে বেড়ে চলেছে। গতরাতে ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে নিজেকে আরেকবার অনন্য উচ্চতায় নিয়ে গেলেন পর্তুগিজ ফরোয়ার্ড। পেশাদার ক্যারিয়ারে এবার ছুঁয়ে ফেললেন ৮০০ গোলের মাইলফলক।

প্রতিক্ষণে রং বদলানো ম্যাচে  শুরুতে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৩ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন স্মিথ রো। ইউনাইটেডের হয়ে শততম  ম্যাচ খেলতে নামা ব্রুনো ফার্নান্দেজ প্রথমার্ধের শেষ দিকে  দলকে সমতায় ফেরান। এরপর ৫২ মিনিটে আর্সেনালের জালে বল জড়িয়ে নতুন এক ইতিহাস লিখেন রোনালদো।

ডি বক্সের মধ্যে  মার্কাস রাশফোর্ডের  বাড়ানো বলে  কোনাকুনি শটে ঠিকানা গোল করেন সিআর সেভেন। এই গোলের ৮০০ গোলের চূড়ায় ওঠেন রোনালদো। তবে এই লিড অবশ্য দুই মিনিটের বেশি ধরে রাখতে পারেনি ম্যানইউ। গোল করে  আর্সেনালকে ম্যাচে ফেরান  মার্টিন ওডেগার্ড।

পরে এই ওডেগার্ডের ভুলেরই মাশুল দিতে হয় আর্সেনালকে। ম্যাচের ৭২ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফ্রেডকে ফাউল করেন ২২ বছর বয়সী এই নরওয়েজিয়ান। পেনাল্টি পায় ম্যানইউ। স্পট কিক থেকে গোল করে রেড ডেভিলদের জয় নিশ্চিত করেন রোনালদো।

ম্যাচে দ্বিতীয় গোল করে ৮০০ গোলের মাইলফলকও পেরিয়ে যান রোনালদো। ক্যারিয়ার গোলের হিসেবে  আগেই সবাইকে পেছনে ফেলা সময়ের অন্যতম সেরা এই মহাতারকা দিন দিন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে।

নতুন এই কীর্তি গড়ার পথে পর্তুগাল জাতীয় দলের হয়ে ১১৫ গোল করেছেন রোনালদো। আর  ক্লাব ফুটবলে স্পোর্টিং লিসবনের হয়ে ৫, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩০, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ ও জুভেন্টাসের হয়ে করেছেন ১০১ গোল।

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল