হোম > খেলা > ফুটবল

রাজস্ব বাড়াতে টিকিট বিক্রয়ে চোখ বাফুফের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজস্ব বাড়াতে টিকিট বিক্রয়ের চিন্তা করছে বাফুফে। ছবি: ফাইল ছবি

হামজা চৌধুরীর আগমনের পর থেকে দেশের ফুটবল নিয়ে বিরাজ করছে আলাদা উন্মাদনা। তা কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)৷ সেখানে আয়ের বড় উৎস টিকিট বিক্রির অর্থ।

এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে এ বছর ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমে ১০ জুন জাতীয় স্টেডিয়ামে আতিথ্য দেবে সিঙ্গাপুরকে। অক্টোবরে হংকং ও নভেম্বরে আসার কথা রয়েছে ভারতের। তিনটি ম্যাচকে ঘিরে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করছে বাফুফে।

বাফুফে ভবনে গতকাল বাফুফে মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি ফাহাদ করিম চৌধুরী বলেন, ‘যেহেতু আমি মার্কেটিং কমিটিকে প্রতিনিধিত্ব করি, আমরা চাইব সর্বোচ্চ রাজস্ব আনার জন্য। আমাদের ফুটবল ফেডারেশনের রাজস্বের উৎস খুব একটা বেশি নেই। যেহেতু আমরা এবার তিনটি ম্যাচ হোম ভেন্যুতে খেলার সুযোগ পেয়েছি, এটাকে মাথায় রেখে কীভাবে রাজস্ব বৃদ্ধি করতে পারি এবং এ বছরের রাজস্ব আয়ে শক্ত অবদান রাখার জন্য বাফুফের সকলেই কাজ করব।’

১০ জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করবে বাফুফে। তবে কোন প্লাটফর্মে টিকিট পাবেন দর্শকেরা সেটা এখনো ঠিক হয়নি বলে জানান ফাহাদ করিম, ‘দর্শকদের সুবিধার জন্য কী কী করা যেতে পারে সে ব্যাপারে কম্পিটিশন কমিটির সঙ্গে আমরা মার্কেটিং কমিটি আলোচনা করেছি। খুব শিগগিরই আমরা লেটার অফ ইন্টারেস্ট (এলওআই) দেব। বাংলাদেশের প্রতিষ্ঠিত অনলাইন প্লাটফর্ম যারা আছে, তারা যেন তাদের প্রেজেন্টশনটা দেয়। কোন প্লাটফর্মে আমরা টিকিট বিক্রি করব, সেটা আগামী ১০ দিনের ভেতর ঠিক করব।’

আগামী ৩১মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। সেই ম্যাচে হামজাকে পাওয়ার ব্যাপারে ফাহাদ করিম বলেন, ‘প্রস্তুতি ম্যাচে হামজার খেলার সম্ভাবনা আছে। তার সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন হেড কোচ। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী