হোম > খেলা > ক্রিকেট

জ্যোতি-মান্ধানাদের টপকে মেয়েদের সেরা হারমানপ্রীত, ছেলেদের সেরা রিজওয়ান

সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ছেলেদের সেরা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। আর মেয়েদের সেরা হয়েছেন হারমানপ্রীত কৌর। হারমানপ্রীত এখানে টপকেছেন নিগার সুলতানা জ্যোতি এবং স্মৃতি মান্ধানাকে। 

গত সপ্তাহে আইসিসির সেপ্টেম্বর সেরা নারী ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন জ্যোতি, হারমানপ্রীত এবং মান্ধানা। আজ সেপ্টেম্বর সেরা নারী ক্রিকেটার হলেন হারমানপ্রীত। সেপ্টেম্বরে হারমানপ্রীত টি-টোয়েন্টিতে ফর্মে না থাকলেও ওয়ানডেতে দারুণ ফর্মে ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১ সেঞ্চুরি এবং ১ ফিফটিতে ২২১ রান করেছেন। গড় এবং স্ট্রাইক রেট ছিল ২২১ এবং ১০৩.৭৫। সিরিজসেরাও হয়েছিলেন ভারতীয় এই অলরাউন্ডার। 

সেপ্টেম্বর মাসে দারুণ ছন্দে ছিলেন রিজওয়ান। এশিয়া কাপ ও ইংল্যান্ড সিরিজ মিলে গত মাসে ১০ ম্যাচ খেলেছেন রিজওয়ান। ৭ ফিফটিতে করেছেন ৫৫৩ রান। গড় এবং স্ট্রাইক রেট ছিল ৬৯.১২ এবং ১৩১.৩৫। এশিয়া কাপে করেছিলেন ৩ ফিফটি এবং ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৪ ফিফটি। করাচিতে ১০ উইকেটের জয়ে ৫১ বলে ৮৮ রান করে অপরাজিত ছিলেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার। রিজওয়ানের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন  ভারতের অক্ষর প্যাটেল ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...