হোম > খেলা > ক্রিকেট

সাকিব বললেন, মিরাজ শুধু বিনিয়োগ করেছে, কষ্ট করেছে ইমরুল

সাকিব আল হাসান এখন শুধু একজন দেশবরেণ্য ক্রিকেটারই নন, সাংসদ সদস্যও। মঞ্চে উঠতেই উপস্থাপক হাসিমুখে সেটি আবারও স্মরণ করিয়ে দিলেন। বিশ্বসেরা অলরাউন্ডারও যে মজাচ্ছলে কথা বলতে বেশ পটু, সেটি আরেকবার জানিয়ে দিলেন মাইক্রোফোন হাতে।

সাকিব মঞ্চে উঠেছিলেন ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজদের স্বপ্নের প্রতিষ্ঠান ‘এমকেএস’ স্পোর্টস নিয়ে কথা বলতে। দেশের প্রথম ব্যাট উৎপাদনে নামছে এই প্রতিষ্ঠান। সতীর্থদের এমন এক উদ্যোগকে হাসিমুখে স্বাগত জানালেন সাকিব, ‘আমার মনে হয়, খুবই ভালো উদ্যোগ। দেশে প্রথমবার কোনো একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে। আমাদের জন্য অনেক গর্বের। মিরাজ-ইমরুলদের শুভকামনা জানাচ্ছি। আশা করছি এই ব্র্যান্ডটা শুধু দেশে না, দেশের বাইরেও অনেক নাম করবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। ওদের ব্যাট যদিও আমার এখনো ব্যবহারের সুযোগ হয়নি। তবে বলেছে, ওরা আমাকেও একটা ব্যাট দেবে।’ 

গতকাল রাজধানীর এক হোটেলে ‘এমকেএস’ স্পোর্টসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল তারার হাট। এসেছিলেন সাকিব, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলামসহ দেশের অনেক নামী ক্রিকেটার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, আরেক বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার জালাল ইউনুস। তাঁরা প্রত্যেকে নিজেদের শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। 

ইমরুল-মিরাজদের এমকেএস দেশেই উৎপাদন করবে বিশ্বমানের ব্যাট। ইমরুলের একপ্রকার জেদ থেকেই এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা। দেশে এমন একটি প্রতিষ্ঠান হওয়ায় গর্ব প্রকাশ করেন সাকিব। সঙ্গে শুভকামনা জানালেন ইমরুল-মিরাজসহ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে, ‘আমি নিশ্চিত, ওরা যে ধরনের পরিশ্রম করেছে, বিশেষ করে ইমরুল, আমি দেখেছি, ইংল্যান্ডে গিয়ে নিজেই কাঠগুলো নিয়ে আসছে। মিরাজ শুধু হয়তো বিনিয়োগই করছে, মনে হয় (হাসি)। তবে ইমরুল অনেক কষ্ট করছে। আমি নিশ্চিত, যাদের দেখিনি তারাও অনেক পরিশ্রম করছে। ওদের সবার জন্য শুভকামনা থাকল। আশা করছি, এটা থেকে বাংলাদেশের ক্রিকেট অনেক বেশি উপকৃত হবে।’

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন

গম্ভীর কি ক্রিকেট কোচ নাকি ফুটবল কোচ, প্রশ্ন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের

গতিতারকা শোয়েব আখতারকে যেভাবে কাজে লাগাতে চায় ঢাকা