বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। কোহলি অধিনায়কত্ব ছাড়ার কারণ খুঁজছে ভারতীয় সংবাদমাধ্যম। এ নিয়ে এর মধ্যে কিছু খবর প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, কোহলির বিরুদ্ধে বোর্ডের কাছে অভিযোগ জানিয়েছেন কয়েকজন সিনিয়র ক্রিকেটার।
কোহলিকে জড়িয়ে এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলছে বিসিসিআই। এই নিয়ে মুখ খুলেছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। তিনি বলেছেন, ‘মিডিয়াকে এই আবর্জনা লেখা বন্ধ করতে হবে। আমি এটা সরাসরি বলতে চাই যে, কোনো ভারতীয় ক্রিকেটার বিসিসিআইয়ের কাছে লিখিত কিংবা মৌখিক অভিযোগ করেনি। বিসিসিআই এখন থেকে এসব মিথ্যা প্রতিবেদনের আর উত্তর দেবে না। তা ছাড়া আমরা কিছু প্রতিবেদন দেখেছিলাম যে, ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন আসবে। কে বলেছে এসব তাদের?’
কোহলির অধিনায়কত্ব ছাড়ার খবর নিয়ে এখন পর্যন্ত কম কানাঘুষা হয়নি। প্রথমে বিসিসিআইয়ের সূত্র ধরে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছিল, সাদা বলের অধিনায়কত্ব ছাড়তে পারেন কোহলি। পরদিন টাইমস অব ইন্ডিয়া জানায়, কোহলির অধিনায়কত্ব ছাড়ার খবর ভুয়া। পরে অবশ্য কোহলি নিজেই এক বিবৃতিতে অধিনায়কত্ব ছাড়ার কথা জানান।