হোম > খেলা > ক্রিকেট

উইন্ডিজের স্যামি পেলেন পাকিস্তানের ‘সিতারা-ই-পাকিস্তান’ 

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-পাকিস্তান’ সম্মাননা পেয়েছেন স্যামি। পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে তাদের পাশে থাকায় এই সম্মাননা পেলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি বিশ্বকাপ জেতা এই সাবেক অধিনায়ক। 

২০১৭ সালে লাহোরে পিএসএলের ফাইনালে খেলতে যখন আপত্তি জানিয়েছিলেন অধিকাংশ বিদেশি খেলোয়াড় তখন সামনে এগিয়ে এসেছিলেন স্যামি। লাহোরের মাঠে নেতৃত্ব দিয়েছিলেন পেশোয়ার জালমিকে। স্যামির সাহসী সিদ্ধান্তে ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর নির্বাসিত পাকিস্তানে ধীরে ধীরে ফিরতে থাকে আন্তর্জাতিক ক্রিকেট। 

সাহসী কাণ্ডে পাকিস্তানিদের চোখের মণি হয়ে ওঠেন উইন্ডিজকে ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো স্যামি। পিএসএলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন পেশোয়ার জালমিকেও। পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটকে উদ্ধারে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে পেয়েছেন দেশটির সম্মানসূচক নাগরিকত্ব। এবার পেলেন সম্মাননাও। 

বর্তমানে পেশোয়ার জালমির প্রধান কোচের গলায় পরিয়ে দেওয়া হয়েছে ‘সিতারা-ই-পাকিস্তান’র পদক। হাতে তুলে দেওয়া হয়েছে প্রশংসা পত্র। সেই প্রশংসাপত্র হাতে টুইটারে ছবি পোস্ট করে স্যামি লিখেছেন, ‘পাকিস্তান আমার কাছে নিজের বাড়ির মতো।  যেসব দেশে গেলে আমার ভালো লাগে পাকিস্তান তাদের একটি। এই সম্মাননা আমার কাছে অনেক গর্বের। আমি দারুণ খুশি।’

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড