হোম > খেলা > ক্রিকেট

আশা বাঁচিয়ে রাখতে উইন্ডিজকে ১০৪ রানের লক্ষ্য বাংলাদেশের

প্রথম ১০ ওভারে দুই ওপেনারকে হারালেও এল ৫৮ রান। পরের ১০ ওভারে ৪৫ রান, পড়ল ৬ উইকেট। শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে স্কোর বড় করতে পারেনি বাংলাদেশ। 

স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ডের বিপক্ষে হার। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে। সেই লক্ষ্য নিয়ে আজ শারজায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১০৩ রান করেছে বাংলাদেশ। 

সাথী রানীকে (৯) সঙ্গে নিয়ে দলকে দারুণ শুরু এনে দেওয়ার আশা জাগিয়েছিলেন দিলারা আক্তার (১৯)। কিন্তু স্কোরবোর্ডে ১৮ জমা পড়তেই ভাঙে উদ্বোধনী জুটি। কারিশমা রামহারাকের বলে স্টাম্পিং হয়ে ফেরেন সাথী। ক্যারিবীয় স্পিনার নিজের দ্বিতীয় শিকার হিসেবে বোল্ড করেন দারুণ খেলতে থাকা দিলারাকে। 

এরপরই তৃতীয় উইকেটে সোবহানা মোস্তারির নিয়ে চাপ সামাল দেন নিগার সুলতানা জ্যোতি। দুজনে রানের গতিও সচল রাখছিলেন। তার মধ্যে দুবার জীবন পেয়েছেন জ্যোতি। একবার ক্যাচ ও একবার স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচেছেন বাংলাদেশ অধিনায়ক। জ্যোতি সেই সুবিধা ঠিকই তুললেও সতীর্থরা বড় ইনিংস খেলতে পারেননি। 

রামহারাককে তৃতীয় উইকেট উপহার দিয়ে স্টাম্পিং হন মোস্তারি (১৬)। দলের রান তখন ৭৩। তার সঙ্গে ২ রান যোগ হতেই তাজ নেহার (১) ও স্বর্ণা আক্তারকে (০) পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগান আফি ফ্লেচার। হঠাৎ তিন ধাক্কায় রানের গতি শ্লথ হয়ে এলেও শেষ দিকে আবার স্ট্রাইক রেট বাড়িয়ে খেলতে চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেটিই যেন কাল হলো রিতু মনির (১০)। রামহারাককেই উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। 

দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দিলেও ইনিংস শেষ করে আসতে পারেননি জ্যোতি। হেইলিই ম্যাথুজের করা ইনিংসের ১৯তম ওভারের তৃতীয় বলে ডিপ মিড-উইকেটে আলিয়া অ্যালিনের হাতে বন্দী হন বাংলাদেশ উইকেটরক্ষক। তাঁর ৪৪ বলে ৩৯ রানের ইনিংসটি ছিল ৪ চারে সাজানো। পরের বলে রানআউট হন ফাহিমা খাতুন (২)। রাবেয়া খান ১ ও নাহিদা আক্তার ২ রানে অপরাজিত ছিলেন।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত