পোর্ট এলিবাজেথে মিশ্র অনুভূতির এক দিন কাটল দক্ষিণ আফ্রিকার। রায়ান রিকেলটনের প্রথম সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৬৯ রান তুলেছে স্বাগতিকেরা।
টস জিতে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু যে ভালো শুরুর আশায় ব্যাটিং বেছে নেওয়া, তাদের সে আশা পূরণ হয়নি। উল্টো আশিতা ফার্নান্দো এবং লাহিরু কুমারার বোলিং তোপের মুখে ৪৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। এই ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন টেম্বা বাভুমা ও রিকেলটন। চতুর্থ উইকেট জুটিতে ২২৪ বল খেলে ১৩৩ রান করেন তারা।
দলীয় ১৭৭ রানে ৭৮ রান করে আগের টেস্টের সেঞ্চুরিয়ান বাভুমা আউট হয়ে গেলেও সেঞ্চুরি করেন রিকেলটন। ২৩১ বলে ১১টি চারে রানের তিন অঙ্ক ছোঁয়ার পরই অবশ্য তিনি আউট হয়ে যান; করেন ১০১ রান। এরপর দিনের শেষ মুহূর্তে মার্কো ইয়ানসেনকেও (৪) হারায় প্রোটিয়ারা। আগামীকাল ৪৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন উইকেটরক্ষক কাইল। শ্রীলঙ্কার হয়ে দিনের সফল বোলার লাহিরু কুমারা; ৫৪ রানে নিয়েছেন ৩ উইকেট।