হোম > খেলা > ক্রিকেট

মেন্ডিস ভোগাচ্ছেন বাংলাদেশি বোলারদের 

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টস জয়ের হ্যাটট্রিক করেছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের মতো ধারাবাহিকতা বজায় রেখেছেন বাংলাদেশের বোলাররাও। টানা তিন ম্যাচেই পাওয়ার প্লেতে কমপক্ষে ১ উইকেট এনে দিয়েছেন বোলাররা। 

সিলেটে আজ অঘোষিত ফাইনালে খেলতে নেমে শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে রাখে বাংলাদেশের পেসাররা। চাপ কাটিয়ে নেওয়ার চেষ্টায় ব্যাটিংয়ে আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট দিয়ে আসেন ধনঞ্জয়া ডি সিলভা। ১২ বলে ৮ রান করে তাসকিন আহমেদের বলে সৌম্য সরকারকে ক্যাচ দিতে বাধ্য হন আভিষ্কা ফার্নান্দোর পরিবর্তে সুযোগ পাওয়া ধনঞ্জয়া। 

ধনঞ্জয়ার আউটের পর কামিন্দু মেন্ডিসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নেন কুশল মেন্ডিস। ১২ রান করা কামিন্দুকে আউট করে সেই জুটি ভাঙেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কার রান বাড়ানোর দায়িত্বটা বেশ ভালোভাবেই করে যাচ্ছেন মেন্ডিস। 

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে দ্রুত ৫২ রানের জুটি গড়েছেন মেন্ডিস। অধিনায়কের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছেন তিনি। ৩৭ বলে ৫৫ রান করে ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক ব্যাটার। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে এটি তাঁর দ্বিতীয় ফিফটি। আরেক ম্যাচে করেছেন ৩৬ রান। 

এতে মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ে ভুগছেন বাংলাদেশি বোলাররা। তাঁকে অবশ্য যোগ্য সঙ্গ দিচ্ছেন ১৪ রান করা অলরাউন্ডার হাসারাঙ্গা। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১২ ওভারে ২ উইকেটে ১০১ রান।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি