বছরের শুরুতে প্রথমবার ট্র্যাকে নেমেই বাজিমাত করেন ইমরানুর রহমান। জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় রেকর্ড গড়ে (১০.৫০ সেকেন্ড) সোনা জেতেন এই ইংল্যান্ড প্রবাসী। ওই পারফরম্যান্সের সুবাদে বেশ কটি আন্তর্জাতিক ইভেন্টের জন্য তাঁকে বেছে নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
এবার লন্ডনে এক অনানুষ্ঠানিক প্রতিযোগিতাতেও প্রথম হয়েছেন ইমরানুর। ৬০ মিটার ইনডোরে ফিনিশিং লাইন ছুঁয়েছেন ৬.৬৮ সেকেন্ডে। এই টাইমিং বাংলাদেশের জাতীয় রেকর্ডের সমান।
আগামী ১৬-২১ মার্চ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে হবে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস। সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন ইমরানুর। সেখানে ভালো করতে পারলে এশিয়ান অ্যাথলেটদের তালিকার শীর্ষে উঠে যাবেন।
বিশ্ব মঞ্চে পা রাখার আগে ২৮ বছর বয়সী ইমরানুরের পারফরম্যান্স নতুন স্বপ্ন দেখাচ্ছে ফেডারেশনকে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওর এমন পারফরম্যান্স আমাদের জন্য আশা জাগানিয়া। আশা করি বেলগ্রেডে সে আরও ভালো করবে। এর আগে লন্ডনেই প্রস্তুতি নেবে।’