হোম > খেলা > ক্রিকেট

ওমানকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড, রানার্সআপ বাংলাদেশ 

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে সুপার টুয়েলভের স্বপ্ন ভাঙল ওমানের। গ্রুপ বি এর শেষ ম্যাচে ৮ উইকেটের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে গেল স্কটল্যান্ড। আর ওমানের হারে সুপার টুয়েলভ আগে নিশ্চিত করা বাংলাদেশ হলো এই গ্রুপের রানার্সআপ। 

স্কটল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। জশ ডেভি ও সাফিয়ান শরীফদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকেরা। প্রথম ওভারেই ফিরে যান ওপেনার যতীন্দর সিং। তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাদেম ও আকিব ইলিয়াসের ৪০ বলে ৩৮ রানের জুটিতে যা একটু ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। ৫১ রানে এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিসান মাকসুদের দল। শেষ পর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১২২ রান তোলে ওমান। 

লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার কাইল কোয়েটজার ও জর্জ মানসি উদ্বোধনী জুটিতে তোলে ৩৩ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাথু ক্রস ও কোয়েটজার ৩২ বলে ৪২ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেয়। দলীয় ৭৫ রানে কোয়েকজার (৪১) ফিরলে রিচার্ড বেরিংটনকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দেন ক্রস। ক্রসের অপরাজিত ২৬ আর বেরিংটনের অপরাজিত ৩১ রানের সুবাদে ৮ উইকেটের জয় নিশ্চিত করে স্কটল্যান্ড। এই জয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতল কোয়েটজারের দল।

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া