হোম > খেলা > ক্রিকেট

ওমানকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড, রানার্সআপ বাংলাদেশ 

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে সুপার টুয়েলভের স্বপ্ন ভাঙল ওমানের। গ্রুপ বি এর শেষ ম্যাচে ৮ উইকেটের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে গেল স্কটল্যান্ড। আর ওমানের হারে সুপার টুয়েলভ আগে নিশ্চিত করা বাংলাদেশ হলো এই গ্রুপের রানার্সআপ। 

স্কটল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। জশ ডেভি ও সাফিয়ান শরীফদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকেরা। প্রথম ওভারেই ফিরে যান ওপেনার যতীন্দর সিং। তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাদেম ও আকিব ইলিয়াসের ৪০ বলে ৩৮ রানের জুটিতে যা একটু ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। ৫১ রানে এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিসান মাকসুদের দল। শেষ পর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১২২ রান তোলে ওমান। 

লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার কাইল কোয়েটজার ও জর্জ মানসি উদ্বোধনী জুটিতে তোলে ৩৩ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাথু ক্রস ও কোয়েটজার ৩২ বলে ৪২ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেয়। দলীয় ৭৫ রানে কোয়েকজার (৪১) ফিরলে রিচার্ড বেরিংটনকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দেন ক্রস। ক্রসের অপরাজিত ২৬ আর বেরিংটনের অপরাজিত ৩১ রানের সুবাদে ৮ উইকেটের জয় নিশ্চিত করে স্কটল্যান্ড। এই জয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতল কোয়েটজারের দল।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ