হোম > খেলা > ক্রিকেট

অটোচালকের ওপর দ্রাবিড়ের মেজাজ গরম হলো কেন

ক্রীড়া ডেস্ক    

অটোচালকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে রাহুল দ্রাবিড়ের। ছবি: সংগৃহীত

খেলোয়াড়ি জীবনে রাহুল দ্রাবিড় তেমন একটা মাথা গরম করেননি। ভারতের কোচ হিসেবে যখন ডাগআউটে বসতেন, শান্ত থাকার চেষ্টা করতেন। ‘দ্য ওয়াল’ খ্যাত এই ক্রিকেটারকে মেজাজ হারাতে দেখা যায় কালেভদ্রে। এক অটোচালকের সঙ্গে এবার দ্রাবিড়ের বাগ্‌বিতণ্ডায় জড়ানোর দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল।

ভারতীয় বার্তা সংস্থা আইএনএসের এক প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর কানিংহাম রোড এলাকায় গতকাল সন্ধ্যায় এক অটোচালতের সঙ্গে দ্রাবিড়ের ঝগড়ার ঘটনা ঘটেছে। সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান এক্সপ্রেস জাংশন থেকে হাই গ্রাউন্ডসে যাচ্ছিলেন দ্রাবিড়। যানজটের মধ্যে এক অটোচালকের বিরুদ্ধে দ্রাবিড়ের গাড়িতে ধাক্কা লাগার অভিযোগ উঠেছে। ভারতীয় এক গণমাধ্যমের এক্স হ্যান্ডলে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, অটোচালকের সঙ্গে কথা বলার সময় দ্রাবিড় মেজাজ হারিয়ে ফেলছেন। যদিও দ্রাবিড়ের গাড়ির তেমন কোনো ক্ষতিই হয়নি।

শুধু ঝগড়া করেই ক্ষান্ত হননি দ্রাবিড়; ভারতের আরেক সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের বরাতে জানা গেছে, ভারতীয় তারকা এই ব্যাটার অটোচালকের মোবাইল নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর টুকে নিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে ডেকান হেরাল্ড জানিয়েছে।

২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪-এর জুন পর্যন্ত ভারতের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। তাঁর অধীনে ভারত গত বছরের ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এই জয়ে আইসিসি ইভেন্টে ১১ বছরের খরা ঘোচায় এশিয়ার দলটি। ২০২৫ আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে কাজ করবেন দ্রাবিড়।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল