হোম > খেলা > ক্রিকেট

হেরেই চলেছে কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তিন ম্যাচে হারল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের কাছে ১২ রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

 ১৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান করতে পারে কুমিল্লা। কুমিল্লার তিন হারের ম্যাচে টানা তৃতীয় জয় পেল সাকিব আল হাসানের বরিশাল। 

ব্যাটিংয়ের শুরুটা খারাপ হয়নি কুমিল্লার। ওপেনিং জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাস ৫.৩ ওভারে তোলেন ৪২ রান। গত রাতে করাচিতে পাকিস্তানের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন রিজওয়ান। ম্যাচ শেষ করেই রিজওয়ান ঢাকার বিমান ধরেন। ঢাকায় এসে পৌঁছান সকাল ১০টা ২০ মিনিটের দিকে। সেখান থেকে হেলিকপ্টারে করে বেলা পৌনে ১টার দিকে চট্টগ্রাম পৌঁছান রিজওয়ান। ২টায় নেমে পড়েন বরিশালের বিপক্ষে। 

১১ বলে ১৮ রান করে কামরুল ইসলাম রাব্বির শিকার হন রিজওয়ান। ২টি ছক্কা হাঁকান পাকিস্তানি এই ব্যাটার। এরপর ২৬ বলে ৩২ রান করে রান আউট হন লিটন। ১৫ বলে ২৮ রান আসে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে। খুশদিল শাহ ২৭ বলে ৪৩ এবং মোসাদ্দেক হোসেন ১৯ বলে ২৭ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। 

টস জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। সাকিবের ঝোড়ো ফিফটিতে ১৭৭ রানের ভালো সংগ্রহ পায় বরিশাল। ৪৫ বলে ৮১ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন সাকিব। এই বিপিএলে বরিশালের অধিনায়কের এটি দ্বিতীয় ফিফটি। ৮ চার ও ৪টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। 

চ্যালেঞ্জিং সংগ্রহ পেতে সাকিবের সঙ্গে চাতুরাঙ্গ ডি সিলভার ১২ বলে ২১ এবং ইবরাহিম জাদরানের ২০ বলে ২৭ রানের ইনিংস সাহায্য করেছে বরিশালকে। 

কুমিল্লার হয়ে তানভীর ইসলাম ৪ ওভারে ৩৩ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নেন নাঈম হাসান ও খুশদিল শাহ।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড