‘যেখানে শুরুর কথা বলার আগেই শেষ’-জনপ্রিয় এই বাংলা গানই যেন আজ আফগানিস্তান ক্রিকেট দলের প্রতিচ্ছবি। হাম্বানটোটায় তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার আক্রমণাত্মক বোলিংয়ে প্রথমেই অর্ধেক হেরে যায় আফগানরা। এরপর ব্যাটিংয়ে বাকি আনুষ্ঠানিকতা সেরেছে শ্রীলঙ্কা। রেকর্ড গড়া জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল শ্রীলঙ্কানরা।
১১৭ এর লক্ষ্যে নেমে বিস্ফোরক ব্যাটিং করা শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও ডিমুথ করুণারত্নে। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান করে স্বাগতিকেরা। ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিয়েছেন নিশাঙ্কা। ১১ তম ওভারের প্রথম বলে নিশাঙ্কাকে এলবিডব্লু করে ৮৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন গুলবদিন নাইব। ৩৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন লঙ্কান এই ওপেনার। তারপরও জিততে বেগ পেতে হয়নি স্বাগতিকেরা। ১৬ ওভারে ১ উইকেটে ১২০ রান করে ফেলে স্বাগতিকেরা। ২০৪ বল হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে বলের হিসাবে ওয়ানডেতে বড় জয় পায় শ্রীলঙ্কা। লঙ্কানদের ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান করেছেন করুণারত্নে।
টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শ্রীলঙ্কার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। ৮.৪ ওভারে সফরকারীদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৮ রান। এরপর পঞ্চম উইকেটে মোহাম্মদ নবী আর নাজিবুল্লাহ জাদরান ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন। তবে নাজিবুল্লাহকে ফিরিয়ে পঞ্চম উইকেটের জুটি বড় হতে দেননি দুষ্মন্ত চামিরা। ২৪ বলে ২৪ রানের জুটি গড়েন নাজিবুল্লাহ-নবী। আফগানদের ইনিংসে সাফল্য বলতে এটুকুই। সফরকারীরা শেষ পাঁচ উইকেট হারিয়েছে ৪৪ রানে। ২২.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় হাশমতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। আফগান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৩ রান করেছেন নবী। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন চামিরা।
ম্যাচসেরা ও সিরিজসেরা দুটোই হয়েছেন চামিরা। সিরিজের শেষ ওয়ানডেতে ৯ ওভার বোলিং করে ৬৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়েছেন ৬ উইকেট।