হোম > খেলা > ক্রিকেট

ভাষাশহীদদের প্রতি সাকিব-তামিমদের শ্রদ্ধা 

ভাষার জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন— পৃথিবীতে এমন রাষ্ট্র আর দ্বিতীয়টি নেই। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা তাই ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর অংশ। 

বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী মানুষ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে। বাংলাদেশেও পালিত হচ্ছে  জাতির গৌরবোজ্জ্বল দিনটি। বাংলা ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ক্রিকেটাররাও দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাষাশহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তাঁরা। 

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিব আল হাসান। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সব সেরা সন্তানের প্রতি থাকল বিনম্র শ্রদ্ধা।’

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিম লেখেন, ‘মহান একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ 

ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ফেসবুকে সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘১৯৫২ সালের ভাষাশহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’ 

ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি লেখেন, ‘সকল ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ 

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আত্মত্যাগকারী সব ভাষাশহীদের প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছেন লিটন দাস। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘একুশে ফেব্রুয়ারি যাঁরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেসব ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ 

বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ 

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...