রংপুরের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে মাত্র ৬২ রানে গুটিয়ে গেছে ঢাকা মহানগর। দুই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর তোপে মাত্র ১৬ রান করতেই প্রথম ৫ উইকেট হারা তারা। এটিই এই টুর্নামেন্টে সর্বনিম্ন রানে এত উইকেট হারানোর রেকর্ড।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মুগ্ধকে চার মেরে ইনিংসের শুরুটা করেন ইমরানুজ্জামান (৪)। তবে সেই ওভারের তৃতীয় বলে ফেরেন মহানগরের এই ওপেনার-উইকেটরক্ষক। এরপরই তাসের ঘরের মতন ভেঙে পড়ে মহানগরের ব্যাটিং লাইনআপ।
শামসুর রহমান শুভ (১৪) ও আবু হায়দার হৃদয় (১৩) ছাড়া দলটির কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। মহানগর টিকতে পেরেছে ১৬.৩ ওভার। রংপুরের হয়ে মুগ্ধ ও বাবু নিয়েছেন সমান ৩টি করে উইকেট।
মহানগর যে ৬২ রান করেছে তার ১১ রান এসেছে অতিরিক্ত থেকে। এটিই এই টুর্নামেন্টের কোনো দলের সর্বনিম্ন স্কোরও। বাংলাদেশের স্বীকৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এবারই কোনো দল ১০০-এর নিচে গুটিয়ে গেল। এর আগে ২০১৬ বিপিএল ফাইনালে রাজশাহী কিংসকে ১০৩ রানে থামিয়ে দিয়েছিল ঢাকা ডায়নামাইটস।