৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টিতেই খেলছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্সে বিশ্বকাপে অনেক রেকর্ড গড়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থানটা এখনো তাঁর দখলেই আছে।
এশিয়ানদের দাপট টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় বেশি। প্রথম ১০ বোলারের ৮ জনই এশিয়ার প্রতিনিধি। ৪৭ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলেছেন ৩৬ ম্যাচ এবং বোলিং করেছেন ৬.৭৮ ইকোনমিতে। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ২, ৩ ও ৪ নম্বরে রয়েছেন শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা ও সাঈদ আজমল। ৩৯, ৩৮ ও ৩৬ উইকেট নিয়েছেন আফ্রিদি, মালিঙ্গা ও আজমল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় ৫ থেকে ৮ নম্বরে অবস্থান করছেন অজন্তা মেন্ডিস, উমর গুল, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁদের মধ্যে মেন্ডিস ও গুল দুজনেই নেন ৩৫টি করে উইকেট। ৯ ও ১০ নম্বরে আছেন ডেল স্টেইন ও স্টুয়ার্ট ব্রড। দুজনে ৩০টি করে উইকেট নিলেও ইকোনমি রেটের কারণে এগিয়ে স্টেইন। সেরা দশে থাকা প্রত্যেকেই রান আটকেছেন প্রতিপক্ষ দলের। বোলিং করেছেন ৮-এর কম ইকোনমিতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১০ উইকেট শিকারি
উইকেট ইকোনমি ম্যাচ
সাকিব আল হাসান ৪৭ ৬.৭৮ ৩৬
শহীদ আফ্রিদি ৩৯ ৬.৭১ ৩৪
লাসিথ মালিঙ্গা ৩৮ ৭.৪৩ ৩১
সাঈদ আজমল ৩৬ ৬.৭৯ ২৩
অজন্তা মেন্ডিস ৩৫ ৬.৭০ ২১
উমর গুল ৩৫ ৭.৩০ ২৪
রবীচন্দ্রন অশ্বিন ৩২ ৬.৪৯ ২৪
ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩১ ৫.৮১ ১৬
ডেল স্টেইন ৩০ ৬.৯৬ ২৩
স্টুয়ার্ট ব্রড ৩০ ৭.৭২ ২৬