হোম > খেলা > ক্রিকেট

হেডিংলিতেই ভারতকে মাটিতে নামাল ইংল্যান্ড

লর্ডস টেস্টে জিতে উড়ছিল ভারত। হেডিংলি টেস্টের আগে সুনীল গাভাস্কার তো বলেই দিয়েছিলেন, ভারতকে হারাতে হলে অলৌকিক কিছু করতে হবে ইংল্যান্ডকে। শেষ পর্যন্ত অবশ্য ইংলিশ পেসারদের অতিমানবীয় পারফরম্যান্সে ভারতকে ইনিংস ও ৭৬ রানে হারিয়ে মাটিতে নামিয়েছে ইংল্যান্ড। আর এই জয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় ফিরল ইংল্যান্ড। 

কাল তৃতীয় দিন শেষে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে রেখেছিল ভারত। বিরাট কোহলি আর চেতেশ্বর পূজারার ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছিল সফরকারীরা। ২ উইকেটে ২১৫ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করে ভারত শুরু থেকেই ছিল সতর্ক। কোহলি-পূজারা প্রথম তিন ওভারে নিলেন না একটি রানও। তবে অতি রক্ষণাত্মক হতে গিয়েই যেন বিপদ ডেকে আনলেন পূজারা! ওলি রবিনসনের বলে ফিরে গেছেন আগের দিনের করা ৯১ রানেই। পূজার ফেরার পর উইকেটে থিতু হতে পারেননি কোহলিও। প্রথম ইনিংসের মতো এবারও অফ স্টাম্পের বাইরের বলে আত্মাহুতি দিয়েছেন ভারতীয় অধিনায়ক। রবিনসনের বলে প্রথম স্লিপে জো রুটের হাতে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৫৫ রান। 

পূজারা-কোহলিকে ফেরানোর পর ভারতকে যেন চেপে ধরে ইংলিশ পেসাররা। কোহলির আউটের পর দ্রুতই ফিরে যান অজিঙ্কা রাহানে (১০) ও ঋষভ পন্ত (১)। রাহানেকে বাটলারের হাতে ক্যাচ বানিয়ে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন অ্যান্ডারসন। ঘরের মাঠে পেসারদের মধ্যে সর্বোচ্চ ৪০০ উইকেটের মালিক এখন অ্যান্ডারসন। সব মিলিয়ে ঘরের মাঠে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার সবার ওপরে আছেন মুত্তিয়া মুরালিধরন। 

রাহানে-পান্ত দ্রুত ফেরার পর ২৪৬ রানেই ৬ উইকেট হারালে ইনিংস হারের শঙ্কায় পড়ে ভারত। মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজাও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ভারতকে অলআউট করতে যেন তর সইছিল না রবিনসন-অ্যান্ডারসনদের। প্রথম সেশনের কয়েক ওভার বাকি থাকতেই ২৭৮ রানেই গুটিয়ে দিয়েছে ভারতকে। শেষ দুই উইকেট নিয়েছেন ক্রেগ ওভারটন। একই ওভারে ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ ও জাদেজাকে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত (১ম ইনিংস) 
 ৭৮ / ১০,৪০. ৪ ওভার

ইংল্যান্ড (১ম ইনিংস) 
 ৪৩২ / ১০,১৩২. ২ ওভার

ভারত (২য় ইনিংস) 
 ২৭৮ / ১০,৯৯. ৩ ওভার

ফল: ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী

ম্যাচসেরা: ওলি রবিনসন (ইংল্যান্ড) 

সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা

বৃষ্টি বাধার পর বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষা, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী