হোম > খেলা > ক্রিকেট

 ৩৭ বছরে সাউদিই প্রথম

মিরপুর টেস্টে অদ্ভুত এক আউট হয়েছেন মুশফিকুর রহিম। হাতে দিয়ে বল ধরে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। ক্রিকেটে সাধারণত এ রকম ঘটনা খুব কমই দেখা যায়।

বাংলাদেশের ২৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতিহাসে তো প্রথম ব্যাটার হিসেবে আউট হয়েছেন মুশফিক। তাঁর এই অদ্ভুত আউটের দিনই আরেকটি বিরল ঘটনার সাক্ষী হয়েছে মিরপুর টেস্ট। ৩০ কিংবা তার বেশি বল করে কোনো রান না দেওয়ার রেকর্ড গড়েছেন টিম সাউদি। ১৯৮৬ সালের পর ঘটনাটি প্রথম।

বাংলাদেশের বিপক্ষে আজ ৫ ওভার ২ বল করে কোনো রান না দিয়ে ১ উইকেট নিয়েছেন সাউদি। কিউই অধিনায়কের পূর্বে ৩৭ বছর আগে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার পিটার স্লিপ। ১৯৮৬ সালের ১২ ডিসেম্বর অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। চতুর্থ ইনিংসে ৫ ওভার বোলিং করে ৫টাই মেডেন নেন অজি স্পিনার।

সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে ৭ টি। সর্বপ্রথম ৩০ কিংবা তার বেশি বল করে কোনো রান না দেওয়ার রেকর্ড গড়েন জন গডার্ড। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ৬ ওভার বোলিং করে কোনো রান দেননি প্রয়াত ওয়েস্ট ইন্ডিজ পেসার।

উইকেট নেওয়ার দিক থেকে তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন সাউদি। প্রথম কীর্তিটি গড়েছেন জনি ওয়ার্ডল। ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে ৫ ওভার বোলিং করে প্রতিটি মেডেন দিয়ে ১ উইকেট নেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার। ৭ বছর পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন বপু নদকার্নি। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ডটি গড়েন ভারতীয় স্পিনার। চেন্নাই টেস্টে সেদিন ৬ ওভার ১ বল হাত ঘুরিয়ে কোনো রান না দিয়ে ১ উইকেট নেন এই অলরাউন্ডার।

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান