২০২১ সালটা দারুণ গেছে পাকিস্তানের ক্রিকেটের। তবে ক্রিকেট মাঠে দাপট দেখানোর পাশাপাশি মাঠের বাইরের ঘটনায়ও আলোচনায় ছিল তারা। বিশেষ করে টেস্ট দলের নিয়মিত মুখ লেগ স্পিনার ইয়াসির শাহর ধর্ষণকাণ্ডে জড়ানোর ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)।
এ ঘটনা পাকিস্তান ক্রিকেটের জন্য ‘ভালো নয়’ মন্তব্য করেছিলেন পিসিবি সভাপতি রমিজ রাজা। সমালোচিত সেই ইয়াসিরকেই নিজের পছন্দের ক্রিকেটারের তালিকায় রেখে এবার আলোচনায় এসেছেন অজি ব্যাটার মারনাস লাবুশেন।
অ্যাশেজে দারুণ ছন্দে আছেন লাবুশেন। সম্প্রতি তিনি টুইটারে একটি প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন করেন। সেখানেই ক্রিকেট ও ক্রিকেটের বাইরের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। সেই প্রশ্ন-উত্তর পর্বে পাকিস্তানি এক সমর্থক লাবুশেনের কাছে জানতে চান পাকিস্তানের কোন ব্যাটার ও বোলারকে তিনি সেরা মনে করেন।
জবাবে লাবুশেন দুজনের নাম উল্লেখ করেন—বাবর আজম ও ইয়াসির শাহ। পাকিস্তান অধিনায়ক বাবর দারুণ ছন্দে থাকলেও ইয়াসিরকে অবশ্য সাম্প্রতিক সময়ে ক্রিকেটে দেখা যায়নি। উল্টো গত মাসে বন্ধুকে ধর্ষণে সহায়তা করে আলোচনায় আসেন এই লেগ স্পিনার।
অভিযোগপত্রে বলা হয়েছিল, অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে ইয়াসিরের বন্ধু ফারহান বাট নামে একজন ধর্ষণ করেছেন। তবে মেয়েটির পরিবার যখন থানায় মামলা দায়েরের উদ্যোগ নেয়, তখন ইয়াসির তাদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখান। এমনকি অভিযোগ না করার জন্য নানা ধরনের প্রলোভন দেখানো হয়।