হোম > খেলা > ক্রিকেট

মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে আরেকটি সেশন বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধ ভেঙে দ্বিতীয় সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে অভিষেক টেস্টে ৯২ বলে ৫০ রানে দারুণ এক ইনিংস খেলেছেন টেক্টর। তাঁকে ড্রেসিংরুমে ফিরিয়ে ব্রেকথ্রু দেন মেহেদী হাসান মিরাজ। এরপর ৩৪ রানে ক্যাম্ফারকে ফেরান তাইজুল। 

আয়ারল্যান্ডের হয়ে অভিষেকটা রঙিন হলো না পিটার মুরের। ১ রানেই তাইজুলের তৃতীয় শিকার হন তিনি। দ্বিতীয় সেশন শেষে আইরিশদের সংগ্রহ ৬ উইকেটে ১৪৫ রান। লরকান টাকার ১১ ও অ্যান্ড্রু ম্যাকব্রিন ১০ রানে অপরাজিত আছেন। 

প্রথম সেশনে পঞ্চাশের আগেই তুলে নেওয়া গিয়েছিল আয়ারল্যান্ডের তিন উইকেট। কিন্তু এরপর প্রতিরোধ গড়েছিলেন টেক্টর ও  ক্যাম্ফার। 

এর আগে ইনিংসের পঞ্চম ওভারে এসে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। এই পেসারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান মারে কমিন্স। ১০ বলে ৫ রান করেন তিনি। আরেক উদ্বোধনী ব্যাটার জেমস ম্যাককুলামকেও আউট করেন পেসারই। 

ইবাদত হোসেনের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১ চারে ৩৪ বলে ১৫ রান করেন তিনি। আইরিশদের স্কোরকার্ডে পঞ্চাশ পেরোনোর আগে আরও এক উইকেট নেয় বাংলাদেশ। সফরকারীদের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল। ৫০ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়া ১৬ রান করেন তিনি। 

এরপরই কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন টেক্টর ও ক্যাম্ফার। তাদের জুটিতে আসে ৭৪ রান। এর মধ্যে অভিষিক্ত টেক্টর পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখা। ৬ চার ও ১ ছক্কায় ৯২ বলে ৫০ রান করা টেক্টরকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন মিরাজ।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা