তাসকিন আহমেদ পূর্ণ রানআপে বোলিং করবেন—গতকাল ডালাসে বিশ্রামের দিনে বাংলাদেশ দলের কার্যক্রম ছিল এতটুকুই। বৃষ্টি-বাদলার মধ্যে তাসকিন আর মূল মাঠের পাশে অনুশীলন করতে পারলেন না। তাঁকে নিয়ে যাওয়া হলো গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম থেকে ৪০ মাইল দূরের মাসট্যাং ক্রিকেট একাডেমির এক ইনডোরে।
ইনডোরে তাসকিন কাল তিন ওভার পূর্ণ রানআপে বোলিং করেছেন। বাংলাদেশ পেসার আর দলের ফিজিও বায়েজিদুল ইসলামের কথায় বোঝা গেল তাসকিনকে নিয়েই ৭ জুন (বাংলাদেশে ৮ জুন) ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পেস আক্রমণ সাজাবে। তবে এই ম্যাচে নেই শরীফুল ইসলাম।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া বাঁ হাতে ছয়টি সেলাই পড়ার পর শরীফুলের সেরে উঠতে ৭ থেকে ১০ দিন লাগবেই। শরীফুলের তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ। বায়েজিদ কাল সাংবাদিকদের বলেছেন, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। চিকিৎসকেরাও কিছু পরামর্শ দিয়ে রেখেছেন। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারে বোঝা যাবে। প্রথম ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে তার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’
শরীফুলের বিশ্বকাপই শেষ কি না—এই প্রশ্নে এখনো আশা ছাড়ছেন না দলের ফিজিও, ‘এটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে, কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। আশা করি শরীফুল পারবে।’