হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কবে

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই। ছবি: ক্রিকইনফো

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে হাইব্রিড মডেলের সমাধান কদিন আগেই করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার জানা গেল ভারতীয় ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। যার মধ্যে থাকছে বাংলাদেশের ম্যাচও।

চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসির ইভেন্টটি। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু বাংলাদেশের অভিযান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২৭ ফেব্রুয়ারি। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া ম্যাচটি পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। পিসিবির এক মুখপাত্র জানান, পাকিস্তানে গতকাল সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে দেখা করে পিসিবি সভাপতি মহসিন নাকভি নিরপেক্ষ ভেন্যু বাছাই করেছেন।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি। হাইভোল্টেজ ম্যাচটি যথারীতি আরব আমিরাতেই হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি হবে ২ মার্চ। ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো দুবাইয়ে হচ্ছে। ৪ ও ৫ মার্চ দুই সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে দুবাইয়ে খেলবে ৪ মার্চ। তারা ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণী ম্যাচটিও দুবাইয়ে হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে নকআউট ম্যাচগুলো পাকিস্তান আয়োজন করবে।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে ৮ দল। গ্রুপ ‘বি’তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে থাকছে এশিয়ার আরেক পরাশক্তি আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। এর আগে গত সপ্তাহে আইসিসি জানিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিসহ পিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয়োজন করা পরবর্তী চার আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাবে না। অতিথি দল নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো খেলবে।

সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হয়েছে ২০১৭ সালে ইংল্যান্ডে। লন্ডনের ওভালে সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটাই পাকিস্তানের প্রথম শিরোপা।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’