হোম > খেলা > ক্রিকেট

তামিম কেন মেন্টর চাইছেন, জানা নেই মাশরাফির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর কথায় অবসর ভেঙে ফিরেছিলেন তামিম ইকবাল। কিন্তু গণভবনে সেদিন দেখা করে প্রধানমন্ত্রীকে একটা চাওয়ার কথাও জানিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজাকে মেন্টর (পরামর্শক) হিসেবে চান তামিম।

তাই বিশ্বকাপে মেন্টর হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে মাশরাফি যাচ্ছেন কি না, এ নিয়ে ব্যাপক আলোচনাও হচ্ছে। যার ফলে আজ মাশরাফির কাছেই সংবাদকর্মীরা জানতে চান, তামিমের চাওয়ায় মেন্টর হিসেবে তিনি বিশ্বকাপে মেন্টর হিসেবে থাকবেন কি না।

মাশরাফি অবশ্য জানিয়েছেন, তামিম কেন তাঁকে মেন্টর হিসেবে চাইছেন, সেটি জানা নেই। বেশি দূর নিয়ে কিছু এখনো ভাবছেন না তিনি। আপাতত বর্তমানে যা হবে তা নিয়েই ভাবতে চান। আজ দুপুরে ধানমন্ডিতে সংবাদমাধ্যমকে মাশরাফি বলেছেন, ‘(তামিমের মেন্টর হিসেবে চাওয়া) সেটা ভিন্ন জিনিস। আমার কোনো মাইন্ড সেট-আপ নেই। আগেও বলেছি, আমার এ রকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।’

মাশরফি পাল্টা প্রশ্ন রেখেই বলেন, ‘মেন্টরে কী লাভ হয় আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাইছে ! মেন্টর জিনিসটা তো...অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। (দলের প্রয়োজন) সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।’

মাশরাফি মনে করেন, চোট থেকে ফিরলেই রানে ফিরবেন তামিম, যার জন্য তামিমকে আগে ফিট হতে হবে। সাবেক অধিনায়ক বললেন, ‘এখন যে জিনিসটা হচ্ছে, চোট ওকে ভোগাচ্ছে। ও পারফর্ম করছে না, কেন করছে না? তার কারণ হচ্ছে চোট। তাহলে কী করা উচিত? ওর চোটটা ঠিক করে আসা উচিত। ওই যে বললাম, ডুয়িং দ্য রাইট থিংস (ঠিক কাজটাই করো)। ওর এখন উচিত চোট নিয়ে চিন্তা করা। ফিট হয়ে এলে আমি নিশ্চিত ও এমনিতেই রান করবে আর আগের পরিস্থিতিতে ফিরে আসবে।’

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া