হোম > খেলা > ক্রিকেট

তামিম কেন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে, জানেন না বিসিবির সিইও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১টার দিকে বিসিবি কার্যালয়ে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা। মূলত বিসিবির অবকাঠামো, সুযোগ-সুবিধা পরিদর্শন এবং নারী ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

তামিম ইকবালকে সঙ্গে নিয়ে মিরপুরের মাঠ, গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্স, একাডেমি মাঠ, ইনডোর, হসপিটালিটি বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পুরো সময়টায় তাঁকে সঙ্গ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তবে তামিম ঠিক কী কারণে উপদেষ্টার সঙ্গে বিসিবিতে এলেন, তা জানেন না বিসিবির কর্তারা।

তামিম প্রসঙ্গে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই বিষয়টা আসলে আমি অবগত না। কী পর্যায় থেকে...উনি এসেছেন, উপদেষ্টা মহোদয় যেহেতু ছিলেন। ওনার সঙ্গে কথা হয়েছে। সব সময় পাশে উনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’

শেরেবাংলা পরিদর্শনের সময় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন তামিম-নিজাম উদ্দিনসহ সাবেক নির্বাচক ও বর্তমানে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন, কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। পরিদর্শন শেষে তাঁরা বিসিবি কার্যালয়ে বোর্ড সভাকক্ষে মতবিনিময় করেন।

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট