হোম > খেলা > ক্রিকেট

তামিম কেন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে, জানেন না বিসিবির সিইও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১টার দিকে বিসিবি কার্যালয়ে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা। মূলত বিসিবির অবকাঠামো, সুযোগ-সুবিধা পরিদর্শন এবং নারী ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

তামিম ইকবালকে সঙ্গে নিয়ে মিরপুরের মাঠ, গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্স, একাডেমি মাঠ, ইনডোর, হসপিটালিটি বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পুরো সময়টায় তাঁকে সঙ্গ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তবে তামিম ঠিক কী কারণে উপদেষ্টার সঙ্গে বিসিবিতে এলেন, তা জানেন না বিসিবির কর্তারা।

তামিম প্রসঙ্গে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই বিষয়টা আসলে আমি অবগত না। কী পর্যায় থেকে...উনি এসেছেন, উপদেষ্টা মহোদয় যেহেতু ছিলেন। ওনার সঙ্গে কথা হয়েছে। সব সময় পাশে উনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’

শেরেবাংলা পরিদর্শনের সময় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন তামিম-নিজাম উদ্দিনসহ সাবেক নির্বাচক ও বর্তমানে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন, কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। পরিদর্শন শেষে তাঁরা বিসিবি কার্যালয়ে বোর্ড সভাকক্ষে মতবিনিময় করেন।

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড