হোম > খেলা > ক্রিকেট

হৃদয়-শান্তকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

সিলেটে জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। এমন সমীকরণে ২০৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটাই হয় ধাক্কায়। প্রথম ওভারেই অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে কোনো রান না করেই ড্রেসিংরুমে ফেরেন লিটন দাস। 

দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলিয়ে ওঠার চেষ্টা করেছিলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তবে অধিনায়ক শান্তর সঙ্গে ২১ রানের বেশি জুটি গড়তে পারেননি সৌম্য। ১২ রান করে বিনুরা ফার্নান্দোর বলে সাজঘরে ফেরেন তিনি। চারে ব্যাটিংয়ে নেমে ছক্কা দিয়ে শুরু করা তাওহীদ হৃদয়ও বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ রানে দ্রুত ফিরে যান বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৪৬২)। 

হৃদয়ের আউটের সময় বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩০ রান। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শান্ত। কিন্তু ২০ রান করে এবার নিজেই দলকে আরও বিপদে রেখে যান শান্ত। জাকের আলী অনিককে নিয়ে অবিশ্বাস্য কিছু করার লক্ষ্যে ২৫ রানে ক্রিজে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৯ ওভারে ৪ উইকেটে ৬৯ রান। এখান থেকে জিততে হলে ৬৬ বলে ১৩৮ রান করতে হবে বাংলাদেশকে। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটের বিনিময়ে ২০৬ রানের বিশাল সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ওপেনিংয়ে নেমে ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন কুশল। অন্যদিকে ৮ চার ও ১ ছক্কায় ৪৮ বলে ৬১ রানে অপরাজিত থাকেন সাদিরা। তবে শ্রীলঙ্কার বিশাল সংগ্রহে সবচেয়ে বিধ্বংসী ইনিংস খেলেছেন চরিত আসালাঙ্কা। ২০৯.৫২ স্ট্রাইকরেটে ২১ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। ইনিংসে কোনো চার না মারলেও ছক্কা হাঁকিয়েছেন ৬ টি।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে