হোম > খেলা > ক্রিকেট

ধর্ষণে সহায়তার অভিযোগ থেকে মুক্তি পেলেন ইয়াসির

অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণে সহায়তার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। গত মাসে ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ দায়ের করা হয়েছিল। ১৯ ডিসেম্বর নির্যাতিত মেয়েটির এক আত্মীয় থানায় এই অভিযোগ দায়ের করেছিলেন।  

অভিযোগ থেকে মুক্তি পাওয়া নিয়ে এক প্রতিক্রিয়ায় ইয়াসির বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ। সবকিছু এখন পরিষ্কার। এখন আমার সব মনোযোগ খেলায় দিতে পারব। এই মামলার কারণে অনেক সমস্যা তৈরি হয়েছিল, যা আমার ক্রিকেটীয় কার্যক্রমেও প্রভাব ফেলেছিল।’ 

সামনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে আসবে অস্ট্রেলিয়া। এই সিরিজের প্রস্তুতিতে এখন মনোযোগ দিতে চান ইয়াসির, ‘আমি এখন পুরোপুরি ফিট। আমি অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের অপেক্ষায় আছি।’ 
 
এর আগে ধর্ষণকাণ্ডে নাম জড়ানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইয়াসির। এমনকি তাঁর ক্যারিয়ারও শঙ্কার মুখে পড়ে গিয়েছিল সে সময়। ধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত বছরের ১৪ আগস্ট। 

দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছিল, অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে ইয়াসিরের বন্ধু ফারহান বাট নামে একজন ধর্ষণ করেছেন। মেয়েটির পরিবার যখন থানায় মামলা দায়েরের উদ্যোগ নেয়, তখন ইয়াসির তাঁদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখান। এমনকি অভিযোগ না করার জন্য নানা ধরনের প্রলোভন দেখানো হয়েছে তাঁদের। অবশেষে এসব অভিযোগ থেকে মুক্তি পেলেন ইয়াসির। 

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত