হোম > খেলা > ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ জেতায় জটিল সমীকরণ ‘বি’ গ্রুপে

সুপার টুয়েলভের খেলা শুরুর আগেই জমে গেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিদিনই রং বদলাচ্ছে  পয়েন্ট টেবিল। কোন চার দল সুপার টুয়েলভে উঠবে তা অনুমান করা কঠিন। হোবার্টে আজ জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ‘বি’ গ্রুপের সমীকরণ একটু জটিলই হয়েছে। কেননা এই গ্রুপের চার দল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড-চারটা দলেরই পয়েন্ট এখন ২।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকে জিম্বাবুয়ে। দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে-রেজিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে ২.১ ওভারে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ২৯ রান। কিন্তু এরপরই খেই হারাতে থাকে জিম্বাবুয়ে। ৩৫ রানের ব্যবধানে জিম্বাবুয়ে হারায় ৫ উইকেট। তার মধ্যে সিকান্দার রাজার উইকেটও ছিল। ৮ বলে ১৪ রান করা রাজা বিদায় নিলে ৭.২ ওভারে জিম্বাবুয়ের স্কোর হয় ৫ উইকেটে ৬৪ রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো জিম্বাবুয়ে ১৮.২ ওভারে অলআউট হয় ১২২ রানে। জিম্বাবুইয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৯ রানের ইনিংসটি খেলেছেন লুক জঙ্গুয়ে। উইন্ডিজ বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন আলজারি জোসেফ। ৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তাতে ম্যাচসেরা হয়েছেন ক্যারিবীয় এই পেসার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে উইন্ডিজরা করে ১৫৩ রান। ক্যারিবীয়দের মধ্যে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন জনসন চার্লস। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’