ক্রিকেটারদের নানা কারণে প্রায়ই শাস্তি দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। জরিমানা, নিষেধাজ্ঞা-এসব শাস্তি দেওয়ার ধরনও আবার ভিন্ন। এবার যুক্তরাষ্ট্রের পেসার কাইল ফিলিপকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের নিষেধাজ্ঞা ফিলিপকে দিয়েছে আইসিসি। এবারের বিশ্বকাপ কোয়ালিফায়ারে তাঁর বোলিং অ্যাকশন দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। গত ১৮ জুন হারারেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। এই ম্যাচের পর ম্যাচ কর্মকর্তারা তার বোলিং নিয়ে অভিযোগ জানিয়েছেন। ফিলিপের বোলিংয়ের ভিডিও ফুটেজ দেখে আইসিসির ইভেন্ট প্যানেল বুঝতে পেরেছে, তাঁর বোলিং অ্যাকশন অবৈধ। আইসিসির ৬.৭ অনুচ্ছেদ অনুসারে, সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা দিয়ে অ্যাকশন ঠিক করতে হবে ফিলিপকে। অ্যাকশন ঠিক না হওয়া পর্যন্ত বোলিং করতে পারবেন না যুক্তরাষ্ট্রের এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে হেরে যুক্তরাষ্ট্র এবারের বিশ্বকাপ কোয়ালিফায়ার শুরু হেরেছে। সেই ম্যাচে ৯.৩ ওভার বোলিং করে ৫৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফিলিপ। বিশ্বকাপ কোয়ালিফায়ারে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩ টিতেই হেরেছে যুক্তরাষ্ট্র। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৬.০৪ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।