হোম > খেলা > ক্রিকেট

নতুনভাবে পূর্বাচল স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেছে বিসিবি

আজকের পত্রিকা ডেস্ক­

পূর্বাচলে নতুন ক্রিকেট স্টেডিয়ামের মাঠ তৈরির কাজ আজ শুরু হয়েছে। ছবি: বিসিবি

দীর্ঘ প্রতীক্ষার পর পূর্বাচলে শুরু হলো নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। বিসিবির নিজস্ব মাঠ সংকট কাটিয়ে উঠতে ‘পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম’ নামে অস্থায়ী ভিত্তিতে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিসিবি সভাপতি উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি সভার কারণে তিনি সেখানে যেতে পারেননি।

সূত্র জানায়, প্রথম ধাপে সেন্টার উইকেট (এক সারিতে ১০টি) তৈরি করা হবে। স্বল্প উচ্চতার গ্যালারির পাশাপাশি বিসিবির তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগীয় ক্রিকেটের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে এ স্টেডিয়ামে। ভবিষ্যতে মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত হলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচও এখানে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।

এর আগে বিসিবি পূর্বাচলে নৌকার আদলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্টেডিয়ামের নকশা প্রণয়ন ও পরামর্শক নিয়োগের জন্য অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে দায়িত্ব দিয়েছিল। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিসিবি পরামর্শক ফি বাবদ প্রায় ৭৬ কোটি টাকা ব্যয়ও করেছিল। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রকল্পটি বাতিল হলে সে অর্থ অপচয় হয়েছে।

জানা গেছে, বিভিন্ন ভেন্যুত কর্মরত ১১০ মাঠকর্মীর পদ স্থায়ী করা হয়েছে এবং তাদের বেতন বাড়ানো হয়েছে। গ্রাউন্ডস বিভাগ সূত্রে জানা যায়, আগে যে মাঠকর্মী ১১ হাজার টাকা বেতন পেতেন, তাঁরা এখন ১৭ হাজার টাকা পাবেন। পাশাপাশি তাঁদের বোনাসও কিছুটা বেড়েছে।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি