হোম > খেলা > ক্রিকেট

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

ক্রীড়া ডেস্ক    

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। গত বছরের সেরা পারফরমারদের এই একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ২০২৪ সালে সাত ওয়ানডেতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। ৫.৩১ ইকোনমির পাশাপাশি বোলিং গড় ২৩.৯২।

২০২৪ সালে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিও তাসকিন। ৩৪ ইনিংসে নিয়েছেন ৬৩ উইকেট। উইজডেনের এই একাদশে টপ অর্ডারে রাখা হয়েছে পাকিস্তানের সাইম আইয়ুব, শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টিকে।

মিডল অর্ডারে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও উইন্ডিজের শেরফানে রাদারফোর্ডকে রেখেছে উইজডেন। বোলিংয়ে আল্লাহ মোহাম্মদ গজনফার ও ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন স্পিন আক্রমণে। তাঁদের সঙ্গে অলরাউন্ডার লিভিংস্টোন তো আছেনই। পেস বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ও তাসকিন আহমেদের সঙ্গে আছেন আজমতউল্লাহ।

শ্রীলঙ্কার সর্বোচ্চ তিনজন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দুজন করে এবং ইংল্যান্ড ও বাংলাদেশের একজন করে ক্রিকেটার একাদশে সুযোগ পেয়েছেন।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফানে রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, আল্লাহ মোহাম্মদ গজনফার ও তাসকিন আহমেদ।

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ