আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে গুজরাট টাইটান্স-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। ম্যাচের প্রথম ইনিংসেই রেকর্ড গড়লেন লকি ফারগুসন। ২০২৩ আইপিএলের সর্বোচ্চ গতির বোলিংয়ের রেকর্ড কিউই এই পেসারের।
টস জিতে আজ প্রথমে ব্যাটিং নিয়েছে গুজরাট। ইনিংসের চতুর্থ ওভার বোলিং করতে আসেন ফারগুসন। ওভারের দ্বিতীয় বল করেছেন ঘণ্টায় ১৫৪.১ কিলোমিটার গতিতে। এই বলে শুভমান গিল ডিপ পয়েন্টে ঠেলে দিয়ে ১ রান নিয়েছেন।
গতির ঝড়ে ফারগুসন পেছনে ফেলেছেন উমরান মালিককে। মালিক এবারের আইপিএলে বোলিং করেছেন ঘণ্টায় ১৫২.১ কিলোমিটার গতিতে।
২০২৩ আইপিএলে সর্বোচ্চ গতির সেরা ১০ বোলিং:
লকি ফারগুসন (কলকাতা নাইট রাইডার্স)-১৫৪.১ কিমি/ঘণ্টা
উমরান মালিক (সানরাইজার্স হায়দরাবাদ)-১৫২.১ কিমি/ঘণ্টা
মার্ক উড (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)-১৫১.২ কিমি/ঘণ্টা
এনরিখ নরকীয়া (রাজস্থান রয়্যালস)-১৪৮.৮ কিমি/ঘণ্টা
কেএম আসিফ (দিল্লি ক্যাপিটালস) -১৪৮.৫ কিমি/ঘণ্টা
আলজারি জোসেফ (গুজরাট টাইটান্স) -১৪৮.৩ কিমি/ঘণ্টা
মোহাম্মদ সিরাজ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)-১৪৭.৮ কিমি/ঘণ্টা
তুষার দেশপান্ডে (চেন্নাই সুপার কিংস)-১৪৬.১ কিমি/ঘণ্টা
খলিল আহমেদ (দিল্লি ক্যাপিটালস) -১৪৫.৪ কিমি/ঘণ্টা
জোফরা আর্চার (মুম্বাই ইন্ডিয়ান্স)-১৪৫.২ কিমি/ঘণ্টা