হোম > খেলা > ক্রিকেট

ইমরুলদের নিয়ে লাফালাফি করতে বারণ রাজ্জাকের

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খুব একটা খারাপ করেননি। কম-বেশি আলো ছড়িয়েছেন দুই সংস্করণের টুর্নামেন্টেই। ইমরুল কায়েস রান পাচ্ছেন বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিপিএল)। কিন্তু এই পারফরম্যান্স টলাতে পারছে না নির্বাচকদের মন। নির্বাচকদের ভাবনার বেশ দূরেই আছেন তিনি। এনামুল হক বিজয়, সাব্বির রহমানদের ব্যাপারটাও অনেকটা একই।

শেষ দুজনের পারফরম্যান্স অবশ্য অতটা ধারাবাহিক নয়। কিন্তু ইমরুল যেভাবে রান করেছেন সেটা জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবি রাখে। সাদা বলের ক্রিকেটে বাঁহাতি ওপেনারের শেষ ৮টি ইনিংসে আছে তিনটি হাফ সেঞ্চুরি। সবশেষটি গত বৃহস্পতিবার। বিপিএলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জয়ে ফেরায় ইমরুল রেখেছেন মুখ্য অবদান।

কিন্তু জাতীয় দলে ফিরতে তাঁর এই পারফরম্যান্স যথেষ্ট মনে হচ্ছে না নির্বাচকদের। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পারফরম্যান্স করে না, তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিক না। ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে। কিন্তু ও অনেক দিন ভালো খেলেনি। আপনি জাতীয় লিগ থেকে যদি চিন্তা করেন তাহলে (ইমরুলের পারফরম্যান্স) আপ টু দ্য মার্ক না।’

রাজ্জাকের কথায় মনে হতে পারে, ইমরুল অনেক দিন ধরে অফ-ফর্মে আছেন। আর বিপিএলে কুমিল্লার সবশেষ ম্যাচে আচমকা জ্বলে উঠেছেন। অথচ পরিসংখ্যান বলছে অন্য কথা। বিসিএল ওয়ানডে সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক ইমরুল। তিন ম্যাচে করেছেন ১৬৫ রান। এর মধ্যে শেষ দুটিতে করেছেন ফিফটি। ওয়ালটন মধ্যাঞ্চলের স্বাধীনতা কাপ জয়ে ইমরুলের ৭১ ও ৬৯ রানের ইনিংসের কার্যকারিতা অনেক।

বিসিএল টেস্ট সংস্করণটা অবশ্য ভালো কাটেনি ইমরুলের। তিন ম্যাচে ছয় ইনিংসে করেছেন ১৫০ রান। পাননি কোনো ফিফটি কিংবা সেঞ্চুরি। বাংলাদেশ টেস্ট দলে ফিরতে এই পারফরম্যান্স অবশ্যই যথেষ্ট নয়। তবে সাদা বলের দুই সংস্করণে অন্তত নির্বাচকদের দৃষ্টিতে আসার কথা ছিল। কিন্তু রাজ্জাকদের ভাবনার ধারেকাছেও নেই ইমরুল। দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি ওপেনারের ফেরার পথ যে কতটা দুর্গম সেটা বোঝাই যাচ্ছে।

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’