হোম > খেলা > ক্রিকেট

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ প্রতিনিধি

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ। ছবি: বিসিবি

৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে প্রথম ইনিংসে কিশোরগঞ্জ তোলে ২৪৪ রান। জবাবে ৮২ রানে গুটিয়ে যায় কুমিল্লা। প্রথম ইনিংসে ১৬২ এগিয়ে থেকে কিশোরগঞ্জ দ্বিতীয় ইনিংসে করে ১৭৪ রান। ৩৩৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫২ রানে গুটিয়ে যায় কুমিল্লা। ১৮৪ রানের বড় জয়ে প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের হয়ে প্রথম ইনিংসে জাহিদুজ্জান ৪১ ও অধিনায়ক রেদোয়ান সিয়াম করেন ৪৫ রান। কুমিল্লার হয়ে ৩টি করে উইকেট নেন স্বপন কুমার দে ও আশরাফুল হাসান। কুমিল্লাকে গুটিয়ে দিতে কিশোরগঞ্জের শরিফুল রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথম ইনিংসে তার শিকার ১ উইকেট আর ব্যাট হাতে করেন ৩৯ রান। দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট।

দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট আর ৪১ রান করে ম্যাচসেরা হন শরিফুল। তাঁর হাতে ম্যাচসেরার পুরষ্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। ৬৪ জেলা ক্রিকেট দল নিয়ে গত ১৫ মার্চ ৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়।

থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের খোঁচা

না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

‘নিজেদের দোষেই বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ’

বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির সঠিক সিদ্ধান্ত মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেটার

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশের কাছে উড়ে গেল স্কটল্যান্ড

কমলগঞ্জে কোয়াব কাপে চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

‘বিসিবি পরিচালকের ফোনের কথাবার্তা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কি না, তা আমাদের ব্যাপার না’

‘বিশ্বকাপ কাভার করতে সরকারের পক্ষ থেকে কোনো জিও ইস্যু করব না’