হোম > খেলা > ক্রিকেট

ব্যর্থতার দায়ে জিম্বাবুয়ে কোচের পদত্যাগ

কাগজে কলমে ২০২৩ সালে জিম্বাবুয়ে পরাজয়ের চেয়ে বেশি ম্যাচ জিতেছে ঠিকই। একই সঙ্গে এ বছর জিম্বাবুয়ের ক্রিকেট ভক্ত-সমর্থকদের জন্য ছিল কিছু হৃদয়বিদারক মুহূর্তেও। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার ভালো সম্ভাবনা জাগিয়েও খেলতে পারেনি মূল টুর্নামেন্টে। পারেনি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলে খেলার যোগ্যতা অর্জন করতেও। ব্যর্থতার পাল্লা ভারী হতে থাকা জিম্বাবুয়ের প্রধান কোচ ডেভ হটন পদত্যাগ করেছেন। 

জিম্বাবুয়ে দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগপত্র হটন আজ জমা দিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। জেডসি তা সাদরে গ্রহণ করেছে। হটন তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, ‘দলকে এগিয়ে নিতে নতুন কাউকে দরকার।’ তিনি আরও জানিয়েছেন যে ১৮ মাস পর তিনি দলের চেঞ্জরুম হারিয়েছেন। জেডসি চেয়ারম্যান তাবেঙ্গা মুকুলানি বলেন, ‘গত কয়েক মাস দলের পারফরম্যান্স বেশ হতাশাজনক ছিল। ৫০ ওভার বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনোটিতেই আমরা খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি। ডেভ যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাকে আমরা অন্তরের অন্ত: স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁকে আমরা ভিন্ন ভূমিকায় দেখতে মুখিয়ে আছি। যেখানে আমরা মাঠের পারফরম্যান্সে ভাগ্য ফেরানোর চেষ্টা করছি।’ 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সেরা দুইয়ে থাকলেই হতো জিম্বাবুয়েকে। তবে জিম্বাবুয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে শেষ করেছে। উগান্ডা ও নামিবিয়ার কাছে হেরেছিল জিম্বাবুয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার দায়ে লয়েড মিশির সভাপতিত্বে জেডসি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। বাছাইপর্বের আগে নামিবিয়ার কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে