হোম > খেলা > ক্রিকেট

আউট হয়ে কেন মেজাজ হারালেন কোহলি 

আউট হওয়ার পর হরহামেশাই নিজের মেজাজ হারিয়ে ফেলেন বিরাট কোহলি। বিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে জড়িয়ে যান বাদানুবাদে। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেই চিরচেনা ‘অগ্নিমূর্তি’ ধারণ করলেন ভারতীয় এই ব্যাটার। 

ভারতের দ্বিতীয় ইনিংসের ২০ তম ওভারের ঘটনা। মেহেদী হাসান মিরাজের করা ওভারের পঞ্চম বল ডিফেন্স করতে গিয়েছিলেন কোহলি। ইনসাইড এজ হয়ে বল চলে যায় শর্ট লেগে। অসাধারণ রিফ্লেক্সে ক্যাচ ধরেন মুমিনুল হক। কোহলির আউটের পরই উল্লাসে মাতেন বাংলাদেশি ক্রিকেটারেরা। এই উল্লাস দেখে ক্ষিপ্ত কোহলি স্বাগতিক ক্রিকেটারদের সঙ্গে তপ্ত বাক্যবিনিময় করেন। সাকিব আল হাসান এসে কোহলির সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন।তারপরও মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ভারতীয় ব্যাটারের চোখে-মুখে অসন্তোষ বোঝা গেছে। 

কোহলির অবশ্য এই টেস্ট সিরিজটা একরকম ভুলে যাওয়ার মতোই। চট্টগ্রাম ও মিরপুরে দুই টেস্টের ৪ ইনিংস ব্যাটিং করে করেছেন ৪৫ রান। গড় ১৫ ও সর্বোচ্চ ২৪ রান করেছেন মিরপুর টেস্টের প্রথম ইনিংসে। আর সাদা পোশাকে এই বছরে এখন পর্যন্ত ৬ টেস্ট খেলেন কোহলি। ২৬.৫০ গড়ে করেছেন ২৬৫ রান, করেছেন ১টি ফিফটি। জানুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেছিলেন ভারতীয় এই ব্যাটার। 

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী