হোম > খেলা > ক্রিকেট

তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন ব্রায়ান বেনেট। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

বুলাওয়েতে রেকর্ড গড়েই রান উৎসব থেমেছে জিম্বাবুয়ের। তিন সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৫৮৬ রান তুলেছে স্বাগতিকেরা। গতকাল সেঞ্চুরি করে শন উইলিয়াস আজ থামলেন দেড় শ পেরিয়ে। তাঁর সঙ্গে অপরাজিত থাকা ক্রেইগ এরভিনও তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডের মতো ব্যাট চালিয়ে ব্রায়ান বেনেট তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।

তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের গড়েছে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড। ভাঙল ২৩ বছরের রেকর্ড। ২০০১ সালে হারারে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬৩ রান করেছিল তারা। এত দিন সেটি ছিল টেস্টে তাদের সর্বোচ্চ ইনিংস।

আগের দিনের ৪ উইকেটে ৩৬৩ রান থেকে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। বাকি ৬ উইকেটে আজ যোগ করে আরও ২২৩ রান। ১৪৫ রানে অপরাজিত থাকা উইলিয়ামস ফেরেন ১৫৪ রানে। পঞ্চম উইকেটে এরভিনের সঙ্গে ভাঙে ১৬৩ রানের জুটি। ১৭৪ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা।

ষষ্ঠ উইকেটে ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে এরভিন ৮২ রানের আরেকটি দারুণ জুটি গড়েন। চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে বাঁহাতি স্পিনার জিয়াউর রহমানের শিকার হন এরভিন। ১৭৬ বলে ১০ চারে ১০৪ রান করেছেন এরভিন। স্বীকৃত ব্যাটাররা আউট হওয়ার পর বেনেট টেল-এন্ডারদের নিয়ে রান বাড়াতে থাকেন দ্রুত। শেষ পর্যন্ত ১২৪ বলে ১১০ রানে অপরাজিত থাকেন এ তরুণ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিতে মেরেছেন ৪টি ছক্কা ও ৫টি চার।

আফগান বোলারদের মধ্যে গজনফার ৩টি, জহির খান, জিয়া ও নাভিদ জাদরান ২টি করে উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ে শুধু সর্বোচ্চ রানের নয়, টেস্টে ওভারপ্রতি রান তোলারও রেকর্ড গড়েছে তারা। প্রথম ইনিংসে ৪.৩৩ হারে ওভারপ্রতি রান তুলেছেন উলিয়ামসরা। টেস্টে এটি তাদের ওভারপ্রতি সর্বোচ্চ রান তোলার হার। এর আগের রেকর্ডটি ছিল ৩.৮০। ২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে হারারেতে রেকর্ডটি গড়েছিল তারা।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল