হোম > খেলা > ক্রিকেট

ধানখেতে হলেও খেলতে হবে, বললেন মুমিনুল

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হওয়ার পর চট্টগ্রামে প্রথম টেস্টেও হেরেছে মুমিনুল হকের দল। কাল শেষ টেস্টে মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ।

ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল জানান, উপমহাদেশের দলগুলোর বিপক্ষে স্পিনসহায়ক উইকেটে না খেলাই ভালো। সে ক্ষেত্রে তিনি মনে করেন, স্পোর্টিং উইকেটই ভালো হবে। উইকেট প্রসঙ্গে বলতে মুমিনুল আরও বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট নিয়ে অজুহাত দেওয়াটা কোনোভাবেই কাম্য নয়। আমি নিজেও এর সঙ্গে কখনো একমত নই। পেশাদার ক্রিকেটার হিসেবে ধানখেতে খেলতে দিলে ওখানেও খেলতে হবে। আমার কাছে মনে হয়, এগুলো অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে জয়ের জন্য পেশাদার হলে আরও ভালো হয়।’  

চোট কাটিয়ে  মিরপুর টেস্টে মাঠে ফেরার কথা সাকিব আল হাসানের । সাকিব দলে থাকলে সমন্বয় করতেও সুবিধা হয়। এ প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল বললেন, ‘সাকিব দলে থাকলে অধিনায়ক হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ। টিম সমন্বয়ে তার থাকাটা আমাদের জন্য ইতিবাচক দিক।

সাকিবের খেলার সম্ভাবনা থাকলেও এই টেস্টে তাসকিন আহমেদকে খেলিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। মুমিনুলও বললেন সে কথাই, ‘এই ম্যাচে তাসকিনের খেলার জন্য হয়তো কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে । তখন সিদ্ধান্ত নিতে ভালো হবে। কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ডে ওর (তাসকিন) খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে।’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান