ক্রিকেটার বিরাট কোহলির সফলতার গল্প জানেন না—এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মাঠে নামলেই কোহলি গড়েন একের পর এক রেকর্ড।
ক্রিকেট খেলে কোহলি তো কোটি কোটি টাকা আয় করেনই। এ ছাড়া আরও অনেক ব্যবসার সঙ্গে জড়িত কোহলি। বিভিন্ন স্টার্টআপ কোম্পানিতে ভারতীয় এই ক্রিকেটার যেমন কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন, তেমনি আয়ও করছেন প্রচুর। আর বিজ্ঞাপন থেকেও আয় করেন কোটি কোটি টাকা।
ডিজিট: পুনেভিত্তিক এই ইনস্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে। কমলেশ গোয়েল, ফিলিপ ভারগাসে ও বিজয় কুমার—এ তিনজন প্রতিষ্ঠা করেন এই কোম্পানি। এই ইনস্যুরেন্স কোম্পানিতে কোহলি বিনিয়োগ করেছেন ২ লাখ ৬২ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৮০ লাখ টাকা।
নুয়েভা রেস্টুরেন্ট: ২০১৭ সালে দিল্লিতে এই রেস্টুরেন্ট তৈরি করেছেন কোহলি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, এই রেস্টুরেন্ট তৈরি করতে প্রায় সাড়ে ৫০০ কোটি বিনিয়োগ করেছেন ভারতীয় এই ব্যাটার। রেস্টুরেন্টের পরিবেশ ও খাবার খেয়ে অতিথিরা দিল্লিতে বসেই নিউইয়র্কের স্বাদ পাবেন।
এ ছাড়া ইন্ডিয়ান সুপার লিগের এফসি গোয়ার যৌথ মালিক কোহলি। ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে এই ক্লাব। আর দুবাইভিত্তিক টেনিস দল ইউএই রয়্যালসের যৌথ মালিকানা ভারতীয় এই ব্যাটার পেয়েছেন ২০১৫ সালে। এই কোম্পানিতেও তাঁর বিনিয়োগ রয়েছে।