পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। উইকেট ব্যাটিং-সহায়ক হচ্ছে আগেই ধারণা পাওয়া গিয়েছিল। টস জিতে তাই ব্যাটিং নিতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অভিষেক হচ্ছে মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বির। প্রায় দুই বছর ধরে দলের সঙ্গে থাকা এই ব্যাটার ঘরের মাঠেই পাচ্ছেন অভিষেকের স্বাদ। একাদশের অন্যরা মোটামুটি অনুমিতই ছিলেন। অন্যদিকে পাকিস্তানের হয়ে অভিষেক হচ্ছে আবদুল্লাহ শফিকের।
বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি ও ইয়াসির আলী রাব্বি।
পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, আবিদ আলী, আজহার আলী, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।