হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির আম্পায়ারিং প্যানেলে বাংলাদেশের সৈকতের সঙ্গে আরও কারা

ক্রীড়া ডেস্ক    

চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সেটা নিশ্চিত করেছে। তবে ভারতের কোনো আম্পায়ার থাকছেন না এই ইভেন্টে।

আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের ম্যাচ কর্মকর্তার নাম প্রকাশ করেছে। যাঁদের মধ্যে ১২ আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারি। সৈকতের সঙ্গে আম্পায়ারিং প্যানেলে থাকছেন কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, পল রাইফেল, মাইকেল গফ, জোয়েল উইলসন, ক্রিস গ্যাফানি, অ্যালেক্স হোয়ার্ফ, আদ্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা ও রড টাকার। ৩ ম্যাচ রেফারি হলেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।

১২ আম্পায়ারের মধ্যে কেটেলবোরো, ধর্মসেনা, গ্যাফানি, ইলিংওয়ার্থ, রাইফেল, টাকার—এই ছয়জন সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে ছিলেন। কেটেলবোরো লন্ডনের ওভালে ৮ বছর আগে ভারত-পাকিস্তানে ছিলেন মাঠের আম্পায়ার। সেই ফাইনালে টাকার ছিলেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। রিজার্ভ আম্পায়ার ছিলেন ধর্মসেনা। শিরোপা নির্ধারণী সেই ম্যাচে বুন ছিলেন ম্যাচ রেফারি। ১৮০ রানে জিতে পাকিস্তান সেবারই প্রথমবারের মতো পেয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ।

কেটেলবোরো, ধর্মসেনা আম্পায়ার হিসেবে কতটা অভিজ্ঞ, সেটা পরিসংখ্যান বলে দেবে। ধর্মসেনা এখন পর্যন্ত ১৩২ ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন। ১০৮ ওয়ানডেতে আম্পায়ার হিসেবে কাজ করেছেন কেটেলবোরো। এছাড়া আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে কেটেলবোরো ও ইলিংওয়ার্থ ছিলেন মাঠের আম্পায়ার। উইলসন ও গ্যাফানি টিভি আম্পায়ার ও রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে। পাইক্রফট ছিলেন সেই ম্যাচের ম্যাচ রেফারি।

আইসিসির এলিট প্যানেলে থাকায় সৈকতকে এখন বিদেশের দ্বিপক্ষীয় সিরিজে দেখা যাচ্ছে নিয়মিত। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করেছেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে যশস্বী জয়সওয়ালের আউটের সিদ্ধান্ত নিয়ে সৈকত বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তাঁকে আম্পায়ারিং করতে দেখা গেছে।

চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ কর্মকর্তা

আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রাইফেল, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট