হোম > খেলা > ক্রিকেট

ধোনি-কোহলিকে ছাড়িয়ে কে এই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার

শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের কীর্তিকে ছাড়িয়ে যেতে পারেন এমন ক্রিকেটার কে আছেন ভারতে? তাঁদের মতো ক্রিকেটীয় সাফল্য না পেলেও এক তরুণ সম্পদের পরিমাণে ছাড়িয়ে গেছেন আর সবাইকে। শুধু ভারতে নয়, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার যে তিনি! 

কে এই তরুণ? আদিত্য বিরলা গ্রুপের নাম নিশ্চয় শুনেছেন। ভারতের অন্যতম বৃহত্তর কোম্পানিটির মালিক কুমার মঙ্গালামা বিরলা। তাঁর ছেলে আর্যমান বিক্রম বিরলা। ব্যবসায়ী পরিবারের হলে ২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার ভালোবাসেন ক্রিকেট। খেলেন মধ্য প্রদেশের হয়ে। আছেন রাজস্থান রয়্যালসের ক্যাম্পেও। তাঁকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে ৩০ লাখ ভারতীয় রুপিতে। 

ধোনি-কোহলিদের সামনে এ আর এমন কম! নিজেদের ফ্র্যাঞ্চাইজি থেকে তো এর চেয়ে ঢের বেশি পান তাঁরা! তবে বিরলা পরিবারের সন্তান আর্যমান যে কী কারণে এত ধনী সেটি আর বলে না দিলেও চলে। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি রুপি! তাতেই ক্রিকেট বিশ্বের খুব একটা চেনামুখ না হলেও তিনিই এখন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার। 

বিশ্বের সবচেয়ে সফল ক্রিকেটার শচীন। তিনি শুধু আন্তর্জাতিকে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ও রানসংগ্রাহক নন, টাইমস অব ইন্ডিয়া’র হিসেবে বিশ্বের সর্বোচ্চ ধনী ক্রিকেটারও। শচীনের সম্পদের পরিমাণ ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। ১১১ মিলিয়ন ডলার মোট সম্পদ নিয়ে দুইয়ে ধোনি। তিনে থাকা কোহলির সম্পদের পরিমাণ ৯২ মিলিয়ন ডলার। এরপরই অবস্থান দুই ক্রিকেট কিংবদন্তি রিকি পন্টিং (৭০ মিলিয়ন ডলার) ও ব্রায়ান লারার (৬০ মিলিয়ন ডলার)। 

এই তালিকাটা আন্তর্জাতিক ক্রিকেট খেলুড়েদের। যার কারণে ৭০ হাজার কোটি রুপির মালিক হয়েও শচীন-কোহলিদের সঙ্গে নেই আর্যমান। তাঁদের মতো উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ারও হয়তো ভবিষ্যতে গড়া হবে না তাঁর।

বিপিএল থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে