হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডেতেও ভারতের দাপুটে শুরু

ক্রীড়া ডেস্ক    

টি-টোয়েন্টি সিরিজের সাফল্যের ধারা ওয়ানডে সিরিজেও ধরে রাখল ভারত। নাগপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে তারা।

চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই দুই দলের শেষ সিরিজ। তাই প্রস্তুতির মোক্ষম মঞ্চ বলা যায়। কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নেমে তেমন পার্থক্যই গড়তে পারল না ইংল্যান্ড। শুরুটা আগ্রাসী হলেও সফরকারীরা গুটিয়ে যায় ২৪৮ রানে। জবাবে শুভমান গিল, শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ফিফটিতে ৬৮ বল হাতে রেখেই জয় পায় ভারত।

রান তাড়ায় নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ১৯ রানেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। তবে শ্রেয়াস আইয়ারকে নিয়ে চাপ দূর করেন গিল। ৯৪ রানের এই জুটি ভাঙে জ্যাকব বেথেলের বলে আইয়ার ফিরলে। ৩৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৯ রান করেন ডানহাতি এই ব্যাটার।

গিল অবশ্য পরে সঙ্গীর অভাব বোধ করেননি। অক্ষর প্যাটেল ভালোভাবেই পূরণ করেন আইয়ারের শূন্যতা। চতুর্থ উইকেটে গিলের সঙ্গে ১০৮ রানের জুটি গড়ে থামেন তিনি। আদিল রশিদের ঘূর্ণিতে বোল্ড হওয়া এই অলরাউন্ডার সাজঘরে ফেরেন ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫২ রানে।

লক্ষ্য খানিকটা নাগালে আনার পর গিলের সামনে সুযোগ ছিল সেঞ্চুরি পাওয়ার। কিন্তু ৯৬ বলে ১৪ চারে ৮৭ বলে থামেন তিনি। বাকিটা পথ হার্দিক পান্ডিয়া (৯*) ও রবীন্দ্র জাদেজা (১২) মিলে পাড়ি দেন। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট পান সাকিব মেহমুদ ও রশিদ।

এর আগে ফিল সল্ট (৪৩) ও বেন ডাকেটের (৩২) ব্যাটে উড়ন্ত শুরু পেয়েছিল ইংল্যান্ড। ৭৫ রানের এই উদ্বোধনী জুটি ভাঙে সল্ট রান আউট হলে। পরে জস বাটলার ৫২ ও জেকব বেথেল ৫১ রান করলেও বড় সংগ্রহ পায়নি সফরকারীরা। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন হারশিত রানা ও রবীন্দ্র জাদেজা। ম্যাচসেরা হয়েছেন গিল।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি