হোম > খেলা > ক্রিকেট

সিঙ্গাপুরের প্রধান কোচ হলেন সালমান বাট

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো সালমান বাট নিজের ক্যারিয়ার জলানজলি দিয়ে এক দশকেরও বেশি সময় গেছে। ফিক্সিং কেলেঙ্কারিতে জেল খেটে আবারও ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর ফিরতে পারেননি সাবেক এই পাকিস্তান অধিনায়ক। 

বাটকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাটের সঙ্গে ২০২২ সালের বাকি সময়ের জন্য চুক্তি করেছে সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। বছরের বাকিটা সময় উদীয়মান দেশটির ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়তা করবেন সাবেক এই বাঁহাতি ব্যাটার। বাটকে সহায়তা করবেন পাকিস্তান নারী দলের সাবেক ট্রেনার জামাল হোসেন। সঙ্গে থাকবেন স্থানীয় স্টাফরা। জামাল দলটির ফিল্ডিং কোচ ও ট্রেইনার হিসেবে কাজ করবেন। 

 ১৯৭৪ সাল থেকেই সিঙ্গাপুর আইসিসির সহযোগী সদস্য তালিকায় আছে। তখন থেকেই আইসিসির আওতাধীন টুর্নামেন্ট খেলে আসছে তারা। আগামী পাঁচ মাসের মধ্যে আইসিসির আরও তিনটি বড় টুর্নামেন্ট খেলবে তারা। মূলত এ কারণেই কোচ নিয়োগ দিয়েছে সিঙ্গাপুর। 

সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সালমান বাট সিঙ্গাপুরে থাকবেন এবং পরামর্শক চুক্তির অধীনে প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে সফর করবেন তিনি। বাটের অধীনে আইসিসির বড় তিনটি টুর্নামেন্টের বাছাইপর্বে অংশগ্রহণ করবে দ্বীপ দেশটি। 

এর মধ্যে আছে আগামী জুলাইয়ে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, পরের মাসে শ্রীলঙ্কায় এশিয়া কাপের বাছাইপর্ব এবং ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে কানাডায় চ্যালেঞ্জ লিগে অংশ নেবে সিঙ্গাপুর।  

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন