হোম > খেলা > ক্রিকেট

লাহোরের অনার্স বোর্ডে মিরাজ-শান্ত

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে নিয়ে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের রেকর্ড গড়ার ম্যাচে তাঁরাও রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ে অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের এ দুই ব্যাটার। 

পাঁচ বছর পর ওয়ানডেতে গতকাল ওপেনিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমেই ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। ১১৯ বলে করেছেন ১১২ রান। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ১৯৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মিরাজ। বাংলাদেশের পক্ষে এশিয়া কাপে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটার। মিরাজের মতো শান্তও ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। শান্ত করেছেন ১০৫ বলে ১০৪ রান। 

দুই সেঞ্চুরিয়ান মিরাজ-শান্ত ম্যাচ শেষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে ছবি তুলেছেন। বাংলাদেশের দুই ব্যাটারের ছবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। তাঁদের (মিরাজ-শান্ত) অভিনন্দন জানিয়ে পিসিবি লিখেছে, ‘বাংলাদেশের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত তাঁদের নাম লিখিয়েছেন গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে।’ শান্তর সঙ্গে তোলা ছবি মিরাজ তাঁর ফেসবুক পেজেও পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, মিরাজ নিজের নাম খুঁজছেন লাহোরের অনার্স বোর্ডে। 

লাহোরে ওয়ানডেতে এ নিয়ে সেঞ্চুরি হয়েছে ৪৩টি। বাংলাদেশি ব্যাটাররা করেছেন ৩ সেঞ্চুরি। মিরাজ-শান্তর আগে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। ২০০৮ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১২৬ বলে ১০৯ রান করেছেন আশরাফুল।

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের এখন কী অবস্থা, জানালেন সোহান

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’

সেঞ্চুরিতে পন্টিংয়ের পাশে এখন রুট, কত দূরে শচীন

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: ভারতে খেলবে না বাংলাদেশ

জেতালেন মোস্তাফিজ, ম্যাচসেরা মাহমুদউল্লাহ

চুপ করে বসে থাকার উপায় নেই, মোস্তাফিজ ইস্যুতে তথ্য উপদেষ্টা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসির কাছে দ্রুত জবাব চায় বিসিবি

মোস্তাফিজের প্রতি অবিচার ও চরম অসহিষ্ণু আচরণ করেছে ভারত: বাফুফে সভাপতি