টেস্টে আমির জামালের পথচলা খুব বেশিদিনের নয়। গত বছরের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হয় জামালের। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেই জামাল ভাগ বসিয়েছেন ৪০ বছরেরও পুরোনো এক রেকর্ডে।
অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করছেন জামাল। পাশাপাশি ব্যাটিংয়েও তিনি যে অবদান রাখতে পারেন, তা তিনি দেখিয়েছেন সিডনিতে চলমান তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম ইনিংসে ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় করেন ৮২ রান। এরপর বোলিংয়ে তিনি ৬৯ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। তাতে একই টেস্টে ৮০ বা তার বেশি রান ও ৬ উইকেট—এই ডাবলের কীর্তি গড়ে জামাল ছুঁয়েছেন ইমরানকে।
৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে জামাল নিয়েছেন ১৮ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুইবার। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেট নিয়েছেন। যার মধ্যে প্রথম ইনিংসেই ৬ উইকেট পেয়েছেন তিনি। এরপর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫ উইকেট পেয়েছেন পাকিস্তানের পেসার। ইনিংসে দ্বিতীয়বার ৫ উইকেট নেওয়ার কীর্তি জামাল গড়েছেন চলমান সিডনি টেস্টে।