হোম > খেলা > ক্রিকেট

ইমরান খানের ৪১ বছরের পুরোনো রেকর্ডে ভাগ জামালের

টেস্টে আমির জামালের পথচলা খুব বেশিদিনের নয়। গত বছরের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হয় জামালের। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেই জামাল ভাগ বসিয়েছেন ৪০ বছরেরও পুরোনো এক রেকর্ডে। 

অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করছেন জামাল। পাশাপাশি ব্যাটিংয়েও তিনি যে অবদান রাখতে পারেন, তা তিনি দেখিয়েছেন সিডনিতে চলমান তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম ইনিংসে ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় করেন ৮২ রান। এরপর বোলিংয়ে তিনি ৬৯ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। তাতে একই টেস্টে ৮০ বা তার বেশি রান ও ৬ উইকেট—এই ডাবলের কীর্তি গড়ে জামাল ছুঁয়েছেন ইমরানকে।

১৯৮৩ সালে ফয়সালাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এমন ডাবলের কীর্তি গড়েছিলেন ইমরান। তৎকালীন পাকিস্তান অধিনায়ক প্রথম ইনিংসে ১২১ বলে করেন ১১৭ রান। বোলিংয়ে ৯৮ রানে নেন ৬ উইকেট। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন ইমরান। অলরাউন্ড পারফরম্যান্সে জেতেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। 

৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে জামাল নিয়েছেন ১৮ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুইবার। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেট নিয়েছেন। যার মধ্যে প্রথম ইনিংসেই ৬ উইকেট পেয়েছেন তিনি। এরপর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫ উইকেট পেয়েছেন পাকিস্তানের পেসার। ইনিংসে দ্বিতীয়বার ৫ উইকেট নেওয়ার কীর্তি জামাল গড়েছেন চলমান সিডনি টেস্টে।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’