হোম > খেলা > ক্রিকেট

কাছে থেকেও বাদ পড়লেন ইমরুল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দুই বছর পর প্রাথমিক দলে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে শুরুর দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ইমরুল কায়েস। আশায় ছিলেন এবার বহু কাঙ্ক্ষিত সুযোগটা হবে। আপাতত সেটি হচ্ছে না। অন্তত প্রথম দুই ওয়ানডে দলে এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যানের জায়গা নেই।

আজ বিকেল ৩টায় বিকেএসপিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যখন ১৯ সদস্যের (৪ জন স্ট্যান্ডবাই) স্কোয়াড ঘোষণা করছেন, তখন মাঠেই ছিলেন ইমরুল। সেখানে প্রস্তুতি ম্যাচে তিনি খেলছিলেন লাল দলের হয়ে। ইমরুল নিজের বাদ পড়া হয়তো সেখানেই শুনলেন!

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ইমরুলের দলে না থাকার সঙ্গে চমক আছে আরও একটি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৬৭ রানের ইনিংস খেলার পরও সাদা বলে নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেনি নাজমুল হোসেন। এই দুজনকে বাদ দিলে ১৫ সদস্যের দলে থাকা অন্য নামগুলো অনুমেয় ছিল। কোভিড পরিস্থিতি সামনে রেখে এঁদের সঙ্গে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দলের সঙ্গে।

নির্বাচকেরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলা ক্রিকেটারদেরই সুযোগ বেশি দিয়েছেন। সেটিই বললেন মিনহাজুল আবেদীন, ‘আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই ভালো করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবার দল খুব একটা বদলাইনি। আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা ভালো খেলতে পারব।’

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’