হোম > খেলা > ক্রিকেট

শত বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট

ধীরে ধীরে পথটা উজ্জ্বল হচ্ছে। দীর্ঘ ১২৮ বছরের অপেক্ষার পথ। অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফেরানোর যে সুপারিশ করা হয়েছিল তা আজ গ্রহণ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। 

আজ মুম্বাইয়ে কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নিয়েছে আইওসি। সুপারিশ গ্রহণ করার অর্থ ২০২৮ সালে হতে যাওয়া অলিম্পিকে ক্রিকেটকে নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে। ১৪ থেকে ১৬ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যাবে মুম্বাইয়ের বোর্ড সভায়। 

গত ১০ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ক্রিকেটের সঙ্গে বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ এই পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তির কথা জানিয়েছিল ২০২৮ অলিম্পিক কর্তৃপক্ষ। 

সুপারিশ গ্রহণের বিষয়ে আইওসির সভাপতি থমাস বার্ক বলেছেন, ‘আইওসির কার্যনির্বাহী সভায় এই প্রস্তাবগুলো গ্রহণ করার কারণ ২০২৮ অলিম্পিকের আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ক্রীড়াগুলো অলিম্পিককে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী নতুন ক্রীড়াবিদ এবং অনুরাগী সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে।’ 

সর্বশেষ ১৯০০ প্যারিস অলিম্পিকে হয়েছিল ক্রিকেট। আনুষ্ঠানিক ঘোষণা আসলে ক্রিকেট হবে টি-টোয়েন্টি সংস্করণে। নারী-পুরুষ উভয় বিভাগে ৬টি করে দল খেলার সুযোগ পাবে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ ৬ দল লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার