হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে তামিমের দলে আফ্রিদি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হতে বেশি দিন বাকি নেই। টুর্নামেন্ট যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে চমক দেখাল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। পাকিস্তানের এক তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল বরিশাল।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে শাহিন শাহ আফ্রিদির ছবি পোস্ট করেছে বরিশাল। তাঁকে বরিশাল নিয়েছে সরাসরি চুক্তিতে। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘পাকিস্তানের পেস বোলিং জাদুকর এখন ফরচুন বরিশালের অংশ। বিপিএলে দক্ষিণাঞ্চলকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি। তাকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’ ক্যাপশনের শেষে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি বাক্য জুড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের নতুন মৌসুমে বরিশালে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো দেশি তারকারা।

এ বছরের ১ মার্চ তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। যা ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে প্রথম কোনো শিরোপা।সর্বোচ্চ রান করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। নতুন বিপিএল শুরুর আগে তামিম-মুশফিককে ধরে রেখেছে বরিশাল। একই দলে এবার মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনের মতো তরুণরা থাকছেন। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে নতুন বিপিএল।

শাহিন বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে দুই টি-টোয়েন্টি ও এক ওয়ানডে খেলেছেন। তিন ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। কেপটাউনে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে